Advertisement

FIFA World Cup 2022: ফাইনালে উঠুক পর্তুগাল-আর্জেন্টিনা, মেসি-রোনাল্ডোর দ্বৈরথ দেখতে মুখিয়ে প্রাক্তন স্পিনার

ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এবং লিওনেল মেসির ((Lionel Messi) লড়াই দেখতে চাইছেন তিনি। এমনটা হলে তা স্বপ্নের মত হবে। আর তাই কাতারে ফাইনালে উঠুক আর্জেন্টিনা (Argentina) এবং পর্তুগাল (Portugal)। চাইছেন প্রজ্ঞান।

মেসি ও রোনাল্ডো মেসি ও রোনাল্ডো
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Nov 2022,
  • अपडेटेड 1:56 PM IST
  • বিশ্বকাপ দেখতে যাচ্ছেন প্রজ্ঞান
  • ফাইনালে উঠুক পর্তুগাল-আর্জেন্টিনা

ভারতীয় দলের প্রাক্তন বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝা (Pragyan Ojha) ইতিমধ্যে ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2022) দেখতে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এবং লিওনেল মেসির ((Lionel Messi) লড়াই দেখতে চাইছেন তিনি। এমনটা হলে তা স্বপ্নের মত হবে। আর তাই কাতারে ফাইনালে উঠুক আর্জেন্টিনা (Argentina) এবং পর্তুগাল (Portugal)। চাইছেন প্রজ্ঞান।


কাতারে বিশ্বকাপ দেখতে যাচ্ছেন প্রজ্ঞান। তিনি বলেন, ''আমি বিশ্বকাপ দেখতে কাতারে যাচ্ছি। পর্তুগাল-উরুগুয়ের ম্যাচ দেখব। কারণ আমি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বড় ভক্ত। গ্যালারিতে বসে ওর খেলা দেখতে চাই। সাধারণভাবে খুব একটা ফুটবল দেখি না। তবে আমাকে যদি বেছে নিতে বলা হয়, তাহলে আমি বলব বিশ্বকাপ ফাইনালে মেসি আর রোনাল্ডোর লড়াই হোক। আমি চাই ফাইনালে উঠুক আর্জেন্টিনা ও পর্তুগাল। এটাই আমার কাছে স্বপ্নের ফাইনাল।''

আরও পড়ুন


এই সময়ের দুই সেরা ফুটবলার ফাইনালে একে অপরের মুখোমুখি হবেন। এটা চান কোটি কোটি সমর্থক। কিন্তু সত্যিই তা সম্ভব কি না তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। গ্রুপ সি তে আর্জেন্টিনার সঙ্গে রয়েছে মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব। অন্যদিকে গ্রুপ এইচ-এ পর্তুগালের সঙ্গে রয়েছে উরুগুয়ে, ঘানা এবং দক্ষিণ কোরিয়া।


গত দেড় দশক ধরে দাপটের সঙ্গে ফুটবল খেলছেন মেসি এবং রোনাল্ডো। এটাই হয়তো তাদের শেষ বিশ্বকাপ। তবে এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেননি কেউই। পঞ্চম বিশ্বকাপ খেলতে নামছেন দু'জনেই রোনাল্ডো যেমন পর্তুগালকে ইউরোপের সেরা বানিয়েছেন, ঠিক তেমনি মেসিও আর্জেন্টিনাকে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন করেছেন।


এখনও পর্যন্ত দু'বার বিশ্বকাপ জিততে পেরেছে আর্জেন্টিনা ১৯৭৮ এবং ১৯৮৬। এরপর আর বিশ্বকাপ জেতা হয়নি নীল সাদা ব্রিগেডের। ২০১৪ সালে বিশ্বকাপ ফাইনালে উঠলেও, জার্মানির কাছে হারতে হয় মেসিদের। অন্যদিকে, এখনও একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি পর্তুগাল। তাদের সেরা পারফরম্যান্স ১৯৬৬ সালে। এবার তৃতীয় হয়েছিল তারা। এবার শেষ বিশ্বকাপে খেলতে নেমে বাজিমাত করতে পারবেন দুই তারকা? সেটাই এখন দেখার। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement