Advertisement

FIFA World Cup 2022: স্পেনের বিরুদ্ধেও ড্র, শেষ-১৬র আশা আরও কঠিন করে ফেলল জার্মানি

বিশ্বকাপে (FIFA World Cup 2022) গ্রুপ অফ ডেথের লড়াই আরও জমে উঠল। সুপার সাবদের গোলে অমিমাংসিত থাকল জার্মানি ও স্পেনের (Germany vs Spain) লড়াই। ১-১ গোলে শেষ হল ম্যাচ। লড়াই হল শেয়ানে শেয়ানে। বেশ কিছু নিশ্চিত গোল বাঁচালেন দুই গোলরক্ষকই। 

অমিমাংসিত ম্যাচঅমিমাংসিত ম্যাচ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Nov 2022,
  • अपडेटेड 3:07 AM IST
  • ১-১ গোলে ড্র হল ম্যাচ
  • কাজটা কঠিন হয়ে গেল জার্মানির জন্য

বিশ্বকাপে (FIFA World Cup 2022) গ্রুপ অফ ডেথের লড়াই আরও জমে উঠল। সুপার সাবদের গোলে অমিমাংসিত থাকল জার্মানি ও স্পেনের (Germany vs Spain) লড়াই। ১-১ গোলে শেষ হল ম্যাচ। লড়াই হল শেয়ানে শেয়ানে। বেশ কিছু নিশ্চিত গোল বাঁচালেন দুই গোলরক্ষকই। 

প্রথমার্ধে গোল হয়নি

আরও পড়ুন

শুরু থেকেই দুই দল আক্রমণ করতে থাকে। গোল পেয়ে গিয়েছিলেন অ্যান্টনিও রুডিগার। সেটপিস থেকে গোল করলেও অফ সাইডের জন্য তা বাতিল হয়। বেশ কিছু শট দূর থেকে করলেও গোল করতে পারেনি কোনও দল। স্পেনের গোলরক্ষক উনাই সিমোন বেশ কিছু একেবারে নিশ্চিত গোল বাঁচালেন ।

পয়েন্ট টেবিল

সুপার সাবদের গোল
৫৪ মিনিটে ফেরান টোরেসের জায়াগায় মাঠে নামেন আলভারো মোরাতা। গোলের খোঁজে স্ট্রাইকার নামানোর সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল, সেটা বোঝা গেল ঠিক আট মিনিট পর। জর্ডি আলবার বাড়ান থ্রু বল থেকে প্রথম টাচে বল ফ্লিক করে জালে জড়ান মোরাতা। প্রথম পোস্টে বল থাকলেও নয়ারের কিছু করার ছিল না। তবে রুডিগার আরও একটু তৎপর হলে গোলটা বাচিয়েও দিতে পারত জার্মানি। গোল খেয়ে তেড়েফুড়ে আক্রমণে উঠে আসতে থাকে জার্মানি। একের পর এক আক্রমণ তুলে আনলেও গোল আসছিল না। সানে এসে আক্রমণের ঝাঁজ বাড়ান। ভাল সুযোগ পেলেও তা মিস করেন জার্মানরা। শেষ পর্যন্ত ৮৩ মিনিটে সমতা ফেরান পরিবর্ত হিসেবে নামা নিকলাস ফুলক্রুগ। 

ম্যাচের শেষ ১৩ মিনিট লড়াই করে জার্মানি
এই ম্যাচ থেকে জয় তুলে নেওয়া খুব জরুরী ছিল হ্যান্সি ফ্লিকের জার্মানির কাছে। তাই শেষ পর্যন্ত জয় তুলে নেওয়ার চেষ্টা করতে থাকে তারা। যদিও তাতে লাভ হয়নি। শেষদিকে দারুণ ফুটবল খেলেন জামাল মুসিয়ালা। গোলের পাস্টাও আসে তাঁর পা থেকেই। তবে প্রথম থেকে ভাল খেলতে পারলে এই ম্যাচের ফল অন্যরকম হতেই পারত।            

Advertisement
Read more!
Advertisement
Advertisement