Advertisement

Argentina Celebration: সেলিব্রেশনের মাঝে দুর্ঘটনা, হেলিকপ্টারে উদ্ধার করা হল মেসি-দি মারিয়াদের

৩৬ বছর পর বিশ্বকাপ জয়। মঙ্গলবার দেশের মাটিতে পা রাখলেন লিওনেল মেসিরা (Lionel Messi)। আর আর্জেন্টিনায় আসতে না আসতেই মেসিরা কার্যত জনসমুদ্রে ভেসে গেলেন। রাজধানী বুয়েনস আয়ার্স তখন বিশ্বকাপ জয়ের উৎসবে আত্মহারা হয়ে উঠেছে। এর মধ্যেই বিশ্বকাপজয়ী ফুটবলাররা একটি মারাত্মক দুর্ঘটনার মুখে পড়েছিলেন। যদিও শেষপর্যন্ত কোনও ক্ষতি হয়নি মেসিদের।

মেসিদের বাসে ঝাঁপিয়ে পড়লেন সমর্থক মেসিদের বাসে ঝাঁপিয়ে পড়লেন সমর্থক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Dec 2022,
  • अपडेटेड 4:03 PM IST
  • সেলিব্রেশনের মাঝেই দুর্ঘটনা
  • ভাইরাল ভিডিও

৩৬ বছর পর বিশ্বকাপ জয়। মঙ্গলবার দেশের মাটিতে পা রাখলেন লিওনেল মেসিরা (Lionel Messi)। আর আর্জেন্টিনায় আসতে না আসতেই মেসিরা কার্যত জনসমুদ্রে ভেসে গেলেন। রাজধানী বুয়েনস আয়ার্স তখন বিশ্বকাপ জয়ের উৎসবে আত্মহারা হয়ে উঠেছে। এর মধ্যেই বিশ্বকাপজয়ী ফুটবলাররা একটি মারাত্মক দুর্ঘটনার মুখে পড়েছিলেন। যদিও শেষপর্যন্ত কোনও ক্ষতি হয়নি মেসিদের।

ট্রফি নিয়ে হুডখোলা বাসের ছাদে বসেছিল আর্জেন্টিনা ফুটবল দল। ওই দুর্ঘটনার সময়েই মেসি সহ দলের পাঁচজন খেলোয়াড় পড়তে পড়তে বেঁচে যান। জয়োৎসব উদযাপনের সময় লাখ-লাখ সমর্থকের ভিড় মেসিদের বাসের দিকে এগিয়ে আসছিল, সেইসময় একটি জায়গায় গিয়ে বাসটি দাঁড়িয়ে পড়তে বাধ্য হয়। এক সমর্থক ওভার ব্রিজ থেকে মেসিদের বাসে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন। তবে তিনি রাস্তায় পড়ে যান। অবশেষে মেসিদের হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়।

আরও পড়ুন

এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সকলেই খোঁজ নিচ্ছেন সেই আহত ভক্তের। তবে এই ঘটনার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। ফুটবলারদের নিরাপত্তার কথা মাথায় রেখে মেসি-দি মারিয়াদের হেলিকপ্টারে তুলে নেওয়া হয়। 

বিশ্বকাপ (FIFA World Cup 2022) জেতার পাশাপাশি আরও এক নজির গাড়লেন লিওনেল মেসি (Lionel Messi)। তবে তা মাঠের বাইরে। সোশ্যাল মিডিয়ায় লাইকের দিক থেকে ডিমের রেকর্ড ভাঙলেন তিনি। ফুটবল মাঠে একাধিক রেকর্ড গড়ার পাশাপাশি ইনস্টাগ্রামেও নিজের রাজত্ব কায়েম করেছেন মেসি। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর ইনস্টাগ্রামে একটি পোস্টে কিছু ছবি শেয়ার করেছেন লিওনেল মেসি। ২০ ডিসেম্বর পর্যন্ত ৫ কোটি ৭৬ লক্ষ ৬২ হাজারের বেশি লাইক এসেছে এই পোস্টে। এভাবে ইনস্টাগ্রামে নতুন রেকর্ড গড়লেন মেসি। 

এখন পর্যন্ত মেসির পোস্টে সবচেয়ে বেশি লাইক পড়েছে। ৩৬ বছর পর বিশ্বকাপ জেতায় আলাদা আবেগ তৈরি হয়েছে মেসি ও আর্জেন্টিনাকে ঘিরে। ৪ জানুয়ারী, ২০১৯-এ, ওয়ার্ল্ড 'রেকর্ড এগ' নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করা হয়েছিল। এতে একটি মাত্র ডিমের ছবি শেয়ার করা হয়েছিল। এখনও পর্যন্ত,  এই ছবিতে ৫ কোটি ৬১ লাখ ৭৮ হাজারের বেশি লাইক এসেছে। মেসির পোস্ট সেই রেকর্ড ভেঙে দিয়েছে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement