Advertisement

FIFA World Cup 2026: FIFA বিশ্বকাপ ২০২৬-এ খেলবে ৪৮ দেশ, থাকছে আরও একগুচ্ছ চমক

আগেই ঠিক হয়ে গেছিল ২০২৬ ফিফা ওয়ার্ল্ড কাপ হবে আমেরিকা, মেক্সিকো ও কানাডাতে। এদিন ফিফা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করলো টুর্নামেন্ট শুরুর দিন। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা। ফাইনাল অনুষ্ঠিত হবে নিউ জার্সিতে। 

ফিফা বিশ্বকাপ ফিফা বিশ্বকাপ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Feb 2024,
  • अपडेटेड 11:49 AM IST

আগেই ঠিক হয়ে গেছিল ২০২৬ ফিফা ওয়ার্ল্ড কাপ হবে আমেরিকা, মেক্সিকো ও কানাডাতে। এদিন ফিফা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করলো টুর্নামেন্ট শুরুর দিন। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা। ফাইনাল অনুষ্ঠিত হবে নিউ জার্সিতে। 

৪৮ দেশের বিশ্বকাপ

এবারের বিশ্বকাপে ৩২ নয় খেলবে ৪৮ দল। মোট ১০৪টি ম্যাচ খেলা হবে এবারের বিশ্বকাপে। ফলে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। এর আগে বিশ্বকাপের আসরে খেলা হত মাত্র ৬৪টা ম্যাচ। এবার তা অনেকটাই বেড়ে গিয়েছে। ১৬টা স্টেডিয়ামে এই খেলা গুলি আয়োজন করা হবে বলে জানিয়েছে ফিফা। দলগুলি যেখানে থাকবে সেখানেই বেসক্যাম্প করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ফিফার পক্ষ থেকে।  

কোন দেশের ক'টা ম্যাচ?

আগেই বিশ্বকাপ ২০২৬ আয়োজনের দায়িত্ব পেয়েছিল আমেরিকা, মেক্সিকো ও কানাডা। এদিন ফিফা টুর্নামেন্টের সময়সূচীও ঘোষণা করে দিল। কানাডায় অনুষ্ঠিত হবে ১৩টি ম্যাচ। যার মধ্যে ১০টি গ্রুপ পর্বের। ৩টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচগুলি। মেক্সিকোতেও হবে ১৩টি ম্যাচ। সেক্ষেত্রেও ১০টি গ্রুপ পর্বের ম্যাচ খেলা হবে সে দেশে। আমেরিকায় হবে বাকি ম্যাচ গুলি। মোট ১১টি স্টেডিয়ামে খেলাগুলি হবে।    

অতিরিক্ত নকআউট রাউন্ড

তিনটি দেশের মোট ১৬ টি শহরে অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ৪৮ দেশের বিশ্বকাপ হওয়ায়, একটা নয়, দু'টো নকআউট রাউন্ড হবে। ফলে চ্যাম্পিয়ন হতে গেলে আরও অনেক পরিশ্রম করতে হবে দল গুলিকে। তবে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। বড় টুর্নামেন্টের মাঝে বড় ফুটবলারদের চোট হয়ে যেতে পারে সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারে সেই দল। শুধু তাই নয়, মহাতারকাদের মাঠে দেখতে না পারলে মন খারাপ হবে সমর্থকদেরও।  

এর আগে ১৯৭০ ও ১৯৮৬ সালে বিশ্বকাপ আয়োজন করেছিল মেক্সিকো। কিন্তু কানাডা এই প্রথম বিশ্বকাপ আয়োজন করতে চলেছে। উল্লেখজয়ীও, মেক্সিকোতে ৭০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় পেলের ব্রাজিল ইতালিকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement