Advertisement

FIFA World Cup 2022 Day Seven Live Updates: পিছিয়ে গিয়েও, কানাডাকে ৪-১ গোলে ক্রোয়েশিয়া

FIFA World Cup 2022: রবিবার বিশ্বকাপে চারটি ম্যাচ। এই ম্যাচগুলির পরেই পরিষ্কার হয়ে যাবে পরের রাউন্ডে কারা যেতে পারে। জার্মানিকে বাকি দুই ম্যাচে জিততেই হবে দিনের শেষ ম্যাচে তাঁদের প্রতিপক্ষ ফর্মে থাকা স্পেন।

গোল করে উচ্ছ্বাস গোল করে উচ্ছ্বাস
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Nov 2022,
  • अपडेटेड 11:36 PM IST
  • ৪-১ গোলে জিতল ক্রোয়েশিয়া
  • হেরে গেল কানাডা

রবিবার প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে জাপান ও কোস্টা রিকা। ইতিমধ্যেই জার্মানিকে হারিয়ে আশা জাগিয়েছে জাপান। কোস্টা রিকার বিরুদ্ধে জিততে পারলেই শেষ ষোল কিছুটা নিশ্চিত করে ফেলবে তারা। 

আবারও গোল ক্রোয়েশিয়ার

লোভরো মাজের গোল করলেন একেবারে ইনজুরি টাইমে। 

আরও পড়ুন

গোল

৭০ মিনিটে ব্যবধান বাড়ালেন আন্দ্রেজ ক্রামারিক। 

হাফ টাইমের আগে এগিয়ে গেল ক্রোয়েশিয়া

২-১ গোলে এগিয়ে গেল গতবারের রানার্সরা। 

গোল

রেকর্ড গড়ল কানাডা। এবারের বিশ্বকাপে দ্রুততম গোল এটা। মাত্র ৬৮ সেকেন্ডে গোল করে এগিয়ে গেল কানাডা।  

জিততেই হবে ক্রোয়েশিয়াকে

মাত্র ১ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে গতবারের রানার্সরা। কানাডার বিরুদ্ধে জিততেই হবে তাদের। 

গোল 

আবারও গোল করে ব্যবধান বাড়িয়ে ফেলল মরক্কো। গোল করলেন জাকারিয়া। অ্যাডেড টাইমে গোল করে জিতল তারা। 

গোল
আব্দেলহামিদ সাবিরির গোলে এগিয়ে গেল মরক্কো। ৭৩ মিনিটে ফাস্ট পোস্টে গোল খেয়ে গেল বেলজিয়াম। 

শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা

গোল করতে মরিয়া বেলজিয়াম

প্রথমার্ধের খেলা শেষ

প্রথমার্ধের একেবারে শেষ দিকে গোল করে মরক্কো। পরে যদিও সেই গোল বাতিল হয়ে যায়।  

শুরু থেকেই আক্রমণে বেলজিয়াম

সুযোগ এসে গিয়েছিল শুরুতেই। তবুও গোল করতে পারেননি বাতসুয়ায়ি। 

হেরে গেল জাপান

০-১ গোলে হারল জাপান। দারুণ ভাবে ফিরে ফিরে এল কোস্টারিকা। 

লড়াই চালাচ্ছে জাপান

শেহ মুহূর্তে মায়চে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছে জাপান দল। 

গোল

ডিফেন্সে ভুল বোঝাবুঝিতে গোল খেয়ে বসল জাপান। ১-০ গোলে পিছিয়ে তারা। 

২০ মিনিট অতিক্রান্ত

২০ মিনিট হয়ে গেলেও গোল হয়নি ম্যাচে। 

শুরু হল ম্যাচ

প্রথম থেকেই আক্রমণে উঠে আসছে জাপান। 

Read more!
Advertisement
Advertisement