Advertisement

ISL Bengaluru FC Vs Kerala Blasters: ISL-এর ইতিহাসে প্রথমবার, সুনীলের গোলের প্রতিবাদে মাঠ থেকে দল তুলে নিল কেরালা

ISL Bengaluru FC Vs Kerala Blasters:  ISL-এর ইতিহাসে প্রথমবার, সুনীলের গোলের প্রতিবাদে মাঠ থেকে দল তুলে নিল কেরালা। ফ্রিকিক নিয়ে যত বিতর্ক তৈরি হয়। কেরলের দাবি সুনীল নিয়ম মানেননি। তাাই গোল বাতিল করতে হবে। রেফারি কান না দেওয়ায় দল তুলে নেন তারা।

ISL-এর ইতিহাসে প্রথমবার, সুনীলের গোলের প্রতিবাদে মাঠ থেকে দল তুলে নিল কেরালা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Mar 2023,
  • अपडेटेड 12:24 AM IST
  • ISL-এর ইতিহাসে প্রথমবার
  • সুনীলের গোলের প্রতিবাদে
  • মাঠ থেকে দল তুলে নিল কেরালা

ISL Bengaluru FC Vs Kerala Blasters: আইএসএলের ইতিহাসে প্রথমবার খেলার মাঝেই দল তুলে নিল। নির্ধারিক সময়ের আগেই মাঠ ছাড়লেন তাঁরা। শুক্রবার বেঙ্গালুরু এবং কেরলের মধ্যে প্রতিযোগিতার প্রথম নকআউট ম্যাচের শেষে বাধল বিতর্ক। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য অবস্থায় শেষ হওয়ার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়। ৯৭ মিনিটে বক্সের বাইরে সুনীল ছেত্রীকে কেরলের এক ফুটবলার ফাউল করায় ফ্রিকিক দেন রেফারি। ফ্রিকিক নিয়ে বিতর্ক তৈরি হয়। তবে তা কেরলের ফুটবলাররা মেনে নেওয়ায় শেষমেষ ফ্রিকিক নিতে যান সুনীল। এরপরই গোলমাল বাধে। কেরলের অভিযোগ, গোলরক্ষক ও ফুটবলাররা প্রস্তুত হওয়ার আগেই শট মারেন সুনীল। রেফারি গোলও দিয়ে দেন। কেরলের ফুটবলারদের অভিযোগ করেন, রেফারি বাঁশি বাজানোর আগেই সুনীল শট নিয়েছেন। তাঁরা প্রস্তুত ছিলেন না। তাই গোল বাতিল করতে হবে। যদিও তাঁদের আবেদনে কান দেননি রেফারি।

আরও পড়ুনঃ আড়াই দিনে শেষ ইন্দোর টেস্ট, পিচের জন্য ICC থেকে মিলল বড় শাস্তি

এর পরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। শুরু হয় বচসা। রেফারিকে ঘিরে প্রতিবাদ শুরু করেন কেরল ফুটবলাররা। কিন্তু রেফারি গোলের সিদ্ধান্ত প্রত্যাহার না করায় কোচ ইভান ভুকোমানভিচের নির্দেশে মাঠ ছাড়েন কেরল ফুটবলাররা। চতুর্থ রেফারির সঙ্গে কথা বলেও খুশি হননি তিনি। ক্ষুব্ধ কেরল কোচ মাঠে ঢুকে দল তুলে নেন। রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে কেরল শিবির। যদিও সেই বিতর্কিত গোলেই সুনীলরা পৌঁছে গেলেন প্রতিযোগিতার সেমিফাইনালে।

এর আগে ২০১৫ সালের আইএসএলে একটি ম্যাচে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে এফসি গোয়া খেলার শেষ হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেছিল। কিন্তু, ম্যাচ ছেড়ে দেওয়ার মতো ঘটনা এর আগে কখনও ঘটেনি। সেই হিসাবে শুক্রবারের এই ঘটনা প্রথম।

ফুটবলের আধুনিক নিয়ম অবশ্য সুনীলদের পক্ষেই কথা বলছে। সাধারণ ফাউলের ক্ষেত্রে দ্রুত খেলা শুরু জন্য রেফারির বাঁশির অপেক্ষা না করেও ফ্রিকিক নেওয়া যায়। তবে, রেফারি কাউকে কার্ড দেখালে তাঁর বাঁশির জন্য অপেক্ষা করতে হয়। সুনীলকে ফাউলের ক্ষেত্রে রেফারি কাউকে কার্ড দেখাননি। যদিও কেরল শিবির নিয়মের যুক্তি মানতে চায়নি। কেরল দল তুলে নেওয়ায় পুরো সময় আর খেলা হয়নি। পরে ম্যাচ কমিশনারের সঙ্গে কথা বলে বেঙ্গালুরুকে জয়ী ঘোষণা করা হয়।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement