Advertisement

Emiliano Martinez: কয়েক ঘণ্টাতেই টিকিট শেষ, ৪ তারিখ কলকাতার ফুটবল প্রেম দেখবেন মার্টিনেজ

৪ জুলাই (মঙ্গলবার) মোহনবাগান ক্লাবে আসছেন ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সমর্থকদের জন্যঙ সোনার গ্লাভস জয়ী গোলরক্ষককে এক ঝলক দেখার ব্যকবস্থা করে দিয়েছে মোহনবাগান ক্লাব। আর সেই কারণেই আজ থেকে বিনামুল্যে টিকিট দেওয়া শুরু করে সবুজ মেরুন। একে বিশ্বকাপ জেতা অধিনায়ক তার ওপর আবার মোহনবাগান মাঠের সঙ্গে জুড়ছে সেই তারকার নাম। স্বাভাবিক ভাবেই অনুষ্ঠানের টিকিট নিতে ভিড় জমিয়েছিলেন সদস্য সমর্থকরা। 

এমিলিয়ানো মার্টিনেজ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Jul 2023,
  • अपडेटेड 7:06 PM IST
  • মঙ্গলবার কলকাতায় মার্টিনেজ
  • যাবেন মোহনবাগান মাঠে

৪ জুলাই (মঙ্গলবার) মোহনবাগান ক্লাবে আসছেন ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সমর্থকদের জন্যঙ সোনার গ্লাভস জয়ী গোলরক্ষককে এক ঝলক দেখার ব্যকবস্থা করে দিয়েছে মোহনবাগান ক্লাব। আর সেই কারণেই আজ থেকে বিনামুল্যে টিকিট দেওয়া শুরু করে সবুজ মেরুন। একে বিশ্বকাপ জেতা অধিনায়ক তার ওপর আবার মোহনবাগান মাঠের সঙ্গে জুড়ছে সেই তারকার নাম। স্বাভাবিক ভাবেই অনুষ্ঠানের টিকিট নিতে ভিড় জমিয়েছিলেন সদস্য সমর্থকরা। 

প্রথম দিন শেষ হয়ে গেল সমস্ত টিকিট। এমনটাই জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে। সকাল ৮টা থেকে লাইন দিতে শুরু করেন সাধারণ মানুষ। এ দিন সবুজ মেরুন ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এই উম্নাদনার ছবি শেয়ার করা হয়। মোহনবাগানের পোস্টে জানান হয়, ‘টিকিটের চাহিদা এতোটাই বেশি হয়ে যে মাত্র ২ ঘন্টায় শেষ হয়ে যায় সাধারণ সমর্থকদের জন্য থাকা সব টিকিট।‘ নিয়ম করা হয়েছিল, একজন দুটি টিকিট নিতে পারবেন। ভিড় দেখে একটি করে টিকিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও, নিমেষের মধ্যেই শেষ হয়ে যায় সমস্ত টিকিট। 

সমর্থকদের সামনে মার্টিনেজকে এক ঝলক দেখার ব্যিবস্থা করে মোহনবাগান ক্লাব। আর সেই কারণেই আজ থেকে বিনামুল্যে টিকিট দেওয়া শুরু করে সবুজ-মেরুন ক্লাব। গতকাল ক্লাবের তরফ থেকে জানান হয়, ১ এবং ২ জুলাই দুপুর ২টো থেকে ৬টা পর্যন্ত পিডাব্লিউডি কাউন্টার থেকে বিনামূল্যে টিকিট পাওয়া যাবে। টিকিট দেওয়া হবে মোহনবাগান সদস্যদেরও। ৪ জুলাই সবুজ মেরুন ক্লাবে আসছেন মার্টিনেজ। বিকেল ৪:৩০ সময় এমি আসবেন সবুজ-মেরুন ক্লাবে। সেখানে তিনি পেলে-মারাদোনা-সোবার্স গেট উদ্বোধনও করবেন। এছাড়াও, মোহনবাগান ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে থাকবেন আর্জেন্তাইন গোলরক্ষক। স্বাভাবিক ভাবেই তাঁকে দেখতে ফুটবল ভক্তদের ভিড় উপচে পড়তে চলেছে। 

কলকাতায় শুধু মোহনবাগানে নয়, এমিলিয়ানো মার্টিনেজের আরও অনেক কর্মসূচি রয়েছে। কলকাতায় এসে খাবেন বাঙালি নানা পদ। তাঁর লাঞ্চে থাকবে আলু পোস্ত, চিতল মাছের মুইঠ্যা। থাকবে ইলিশ মাছের পাতুরি, থাকবে ডাব চিংড়িও। ঝাল যাতে বেশি না লাগে সে জন্য লঙ্কার বিজও ফেলে দেওয়া হবে। সর্ষেও কিছুটা কম দেওয়া হবে তাঁর রান্নায়। সঙ্গে তিল যোগ করা হবে।

Advertisement

থাকছে তরমুজ ও ফেটা সিডের স্যালাড, পোলাও, মাংসের টার্ট, লিচু ও কাঁচা লঙ্কার পায়েস, রসগোল্লা ও আমের সন্দেশ। কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। এর মধ্যেই মোহনবাগান তাঁবুতে গ্যারি সোবার্স, পেলে ও মারাদোনার নামে গেট উদ্বোধন করবেন এমিলিয়ানো মার্টিনেজ। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement