ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে সফল মুম্বই ইন্ডিয়ান্স ২০২২ অত্যন্ত খারাপ শুরু করেছে। চার বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এর মতই পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স পরপর হার দিয়ে শুরু করল। তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিলেন তিনি। প্রেস কনফারেন্সে আসার সময় ক্যামেরার সামনে বক্তব্য রাখার জন্য নিজেকে সামলে নিচ্ছিলেন। ঠিক সেই সময়ে হোস্ট তথা প্রাক্তন কিউই ক্রিকেটার ড্যানি মরিসন তাকে প্রশ্ন করে ফেলেন। রোহিত প্রশ্ন শুনতে পাননি। তিনি আওয়াজ বাড়ানোর জন্য বলেন, এই কথাটি ক্যামেরায় বন্দি হয়ে যায়।
এতে আপনি শুনতে পাবেন সম্পূর্ণ হতাশার সঙ্গে বলছেন যে আওয়াজটা জোরে করো। প্রশ্ন কর্তা মরিসনের বিষয়টি ভালো লাগেনি। তিনিও ক্ষেপে যান। যদিও তিনি নিজের প্রশ্নের উত্তর দরকার ছিল এবং তিনি চ্যানেলের কাজ করছিলেন। তাই তিনি শান্ত থাকেন।
রোহিত প্যাট কামিন্স এর প্রশংসা করেন
মুম্বই টিম ক্যাপ্টেন রোহিত শর্মা প্যাট কামিন্সের ইনিংসটি একেবারে আশা করেননি বলে জানিয়েছেন এবং এভাবে তিনি দুর্দান্ত ইনিংস খেলবেন সেটাও ভেবে উঠতে পারেননি। সম্পূর্ণ কৃতিত্ব তাঁকে দেন। ব্যাটিংয়ের পিচ ভালো ছিল। যদিও আমরা ভালো শুরু করতে পারিনি। কিন্তু শেষ চার-পাঁচ ওভারে সত্তরের বেশি রান তৈরি করা ভালো ছিল। কলকাতার ব্যাটিংয়ের ১৫ ওভার পর্যন্ত আমরা গেমে ছিলাম। কিন্তু কামিন্স খেলা থেকে ছিটকে দেয় আমাদের।
কামিন্স এবং ভেঙ্কটেশ ফিফটি করেন
আসলে ম্যাচে কলকাতা টিমের অধিনায়ক শ্রেয়স আইয়ার প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন টস জিতে। এরপরে মুম্বই টিম ভালো শুরু করেননি। টিম ৫৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেন। এরপর সূর্য কুমার যাদবের পঞ্চাশের কারণে টিম চার উইকেটে ১৬১ রান করে। জবাবে কলকাতা টিম ৫ উইকেটে ১৬২ রান করে ম্যাচ জিতে নেয়। প্যাট কামিন্স ২৫ বলে ৫৬ রানের ইনিংস খেলেন। যেখানে ভেঙ্কটেশ আইয়ার অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেন।