যে কোন দলেই ভারসাম্য রক্ষা করতে প্রয়োজন হয় অলরাউন্ডারের। ভারতীয় ক্রিকেটে এই অলরাউন্ডারের খোঁজ চলছে অনেকদিন ধরে। হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) অলরাউন্ডার হিসেবে ভাবা হলেও পিঠের অস্ত্রোপচারের পর থেকে আর বল করতে দেখা যায়নি তাঁকে। ফলে তাঁর জায়গায় নতুন অলরাউন্ডারের খোঁজ করছে ভারত। একটা সময় ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রেই বিরাট ভূমিকা নিয়েছিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। আরো একবার কপিল দেবের মতোই অলরাউন্ডারের খোঁজ করছে বিসিসিআই (BCCI)। এবার হার্দিক পান্ডিয়ার জায়গায় ভেঙ্কটেশ আইয়ারকে অলরাউন্ডার হিসেবে তুলে ধরার চেষ্টা করছে বিসিসিআই। তবে তিনিও আহামরি কিছু করতে পারেননি।
এর মাঝেই ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir) পরিষ্কার জানিয়ে দিলেন কপিল দেবের (Kapil Dev) মত ফাস্ট বোলিং অলরাউন্ডার পাওয়া সম্ভব নয়। তাই বৃথা সময় নষ্ট করে কোন লাভ হবে না। ইন্ডিয়া টুডেকে গম্ভীর বলেন, ''যা তোমার কাছে নেই তার পেছনে ছোটার কোন মানে হয় না। এটা মেনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। জোর করে কোন কিছু তৈরী করার চেষ্টা বৃথা। আমরা কপিল দেবের পরে আর সেরকম অলরাউন্ডার উঠে না আসায় আফসোস করি। আগে রঞ্জি ট্রফিতে এই ধরনের ক্রিকেটারকে তুলে আনতে হবে তারপর জাতীয় দলে নিয়মিত সুযোগ দিতে হবে। বারবার দলে পরিবর্তন করে কোন লাভ হবে না। বিজয় শংকর, শিভাম দুবে, ভেঙ্কটেশ আইয়ার সবাইকে নিয়েই চেষ্টা করা হয়েছে। তবে ভারতের এবার সামনের দিকে তাকানো উচিত।''
প্রাক্তন ভারতীয় ব্যাটারির দাবি আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিকেটার তৈরি করা যায় না। আগে রঞ্জি ট্রফিতে খেলোয়াড় তৈরি হয়। সেখানে ভাল খেলতে পারলে তবেই জাতীয় দলে সুযোগ দেওয়া উচিত। গম্ভীর বলেন, ''আমি সবসময় মনে করি আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিকেটার তৈরি হয় না। সেই জায়গাটা পারফর্ম করার। রঞ্জি ট্রফিতে খেলোয়াড় তৈরি করতে হবে। তাদের আন্তর্জাতিক ক্রিকেটের সুযোগ দিতে হবে। ঘরোয়া ক্রিকেটে এবং ভারতীয় এ দলে ক্রিকেটার তৈরি করে তাদের খেলাতে হবে।''