Advertisement

Kolkata League: ইস্টবেঙ্গলকে গোল দেওয়া আর্জেন্টাইন তারকা খেলবেন কলকাতা লিগে, কোন দলে?

বর্তমানে কেরলের মুথুট এফ-এর হয়ে খেলছেন তিনি। তবে এবার কলকাতা লিগে দেখা যাবে তাঁকে। আর্জেন্টিনার সান গিলেরমোতে জন্মে ভেরনের। তিরো ফেডেরাল ক্লাবের জার্সিতে পেশাদার ফুটবলে অভিষেক হয় তাঁর। প্রথম মরশুমে খেলার সুযোগ না পেলেও পরের মরশুমে ১৮ ম্যাচে ১৩টি গোল করে সকলের নজর কেড়ে নেন তিনি। ২০১৬ সালে লিবার্তাদের হয়ে ১৫ ম্যাচে ৯ গোল করেছেন ভেরন।  

ম্যাথিয়াস ভেরন, ছবি- ফেসবুক ম্যাথিয়াস ভেরন, ছবি- ফেসবুক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Jul 2022,
  • अपडेटेड 12:09 PM IST
  • ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করেছেন ভেরন
  • আই লিগে গোল করেন তিনি

কলকাতা লিগের দল বদলে বড় চমক দিল জর্জ টেলিগ্রাফ। আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার ম্যাথিয়াস ভেরনকে সই করাল তারা। এর আগে আই লিগে খেলেছেন এই ফুটবলার। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল পেয়েছিলেন তিনি। আইজল এফসি-র হয়ে ২০২০ সালে গোল করেন আর্জেন্টাইন ফুটবলার। 

বর্তমানে কেরলের মুথুট এফ-এর হয়ে খেলছেন তিনি। তবে এবার কলকাতা লিগে দেখা যাবে তাঁকে। আর্জেন্টিনার সান গিলেরমোতে জন্মে ভেরনের। তিরো ফেডেরাল ক্লাবের জার্সিতে পেশাদার ফুটবলে অভিষেক হয় তাঁর। প্রথম মরশুমে খেলার সুযোগ না পেলেও পরের মরশুমে ১৮ ম্যাচে ১৩টি গোল করে সকলের নজর কেড়ে নেন তিনি। ২০১৬ সালে লিবার্তাদের হয়ে ১৫ ম্যাচে ৯ গোল করেছেন ভেরন।    

এদিকে কলকাতা লিগ শুরু হয়েছে ময়দানে। আর তা ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মত। করোনার জন্য দীর্ঘ দুই বছর পরে পঞ্চম  ডিভিশনের এ এবং বি গ্রুপের খেলা দিয়ে শুরু হল এই লিগ। ফুটবলাররা অবশেষে মাঠে নামলেন। সেই কারণে উন্মাদনা ছিল ব্যাপক। একই সঙ্গে ময়দানকে জীবিকার সেতু করে বেচে থাকা মানুষগুলো ঘুরে দাঁড়ানোর রসদ পেলেন। ঘোড়া সওয়ার পুলিশ, ছোলা-প্যাটিস বিক্রেতা ময়দানের ক্যান্টিনেও ফুটবলের হাত ধরেই ফিরল হাসি।  

আরও পড়ুন

তবে এখনও প্রিমিয়ার এ ডিভিশনের লিগ নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। খেলা হলেও দুই প্রধানের যোগদানের ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তার কারণ ইস্টবেঙ্গল কর্তারা খেলতে চাইলেও ইমামির সঙ্গে চুক্তি সই না হওয়ায় সমস্যা হচ্ছে। চুক্তি সই হলেও সময় হাতে খুব বেশি নেই। এই কম সময়ে দল গড়ে খেলা কঠিন। আবার ১৬ আগস্ট থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ। এটিকে মোহনবাগান আবার তাদের বকেয়া টাকা দাবি করেছে আইএফএ-এর থেকে। সেই টাকা কী ভাবে মেটাবে আইএফএ বা এখনই সেই ষাট লক্ষ টাকা মেটান হবে কি না তা নিয়ে সিদ্ধান্ত হয়নি। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement