শুনতে কিছুটা অদ্ভূত লাগলেও এটাই সত্যি যে যদি আপনি গুগলে আফগান ক্রিকেটার রশিদ খানের স্ত্রী'র খোঁজ করেন, তাহলে অভিনেত্রী অনুষ্কা শর্মার নাম বেরিয়ে আসবে। না, মানে সত্যিই! প্রমাণ হিসাবে আমরা একটা স্ক্রিনশটও এই খবরের সঙ্গে যোগ করে দিলাম। আপনি শুধুমাত্র গুগলে 'রশিদ খান ওয়াইফ' লিখে সার্চ করুন, তাহলেই অনুষ্কা শর্মার নাম এবং ছবি বেরিয়ে আসবে।
প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী হলেন অনুষ্কা শর্মা। তাহলে গুগলে তাঁর নাম কেন রশিদ খানের স্ত্রী হিসাবে দেখাচ্ছে? উত্তর জানতে আপনাকে বাকিটুকু পড়তেই হবে।
রশিদ খানের ইতিবৃত্ত
১৯৯৮ সালে জন্মগ্রহণ করেন আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খান। বর্তমানের তিনি জাতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালে আফগানিস্তান প্রথম যে টেস্ট ম্যাচ খেলেছিল, সেই দলের চূড়ান্ত একাদশে ছিলেন তিনি। যদিও ভারতের বিরুদ্ধে খেলা এই ম্যাচে আফগানিস্তান হেরে যায়। এর ঠিক একবছর পরে বাংলাদেশের বিরুদ্ধে এক ম্যাচের টেস্ট সিরিজ় খেলে আফগানিস্তান। সেই দলের অধিনায়ক ছিলেন তিনি। মাত্র ২০ বছর বয়সে টেস্ট ক্রিকেটের অধিনায়ক হয়ে তিনি রেকর্ডও কায়েম করেন।
অনুষ্কা শর্মার ইতিবৃত্ত
এবার আসা যাক অনুষ্কা শর্মার কথায়। অনুষ্কা বলিউডের অভিনেত্রী। ব্যান্ড বাজা বারাত, রব নে বনা দি জোড়ি, যব তক হে জান পিকে, সুলতান, অ্যায় দিল হে মুশকিল, সঞ্জু এবং সুই ধাগা সিনেমায় তিনি অভিনয় করেছেন। তিন বছর আগে ইট্যালিতে গিয়ে একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তিনি বিরাট কোহলিকে বিয়ে করেন। চলতি বছরের অগাস্ট মাসে তাঁরা প্রথম সন্তান আসার কথা ঘোষণা করেন।
গুগলে যদি 'রশিদ খান ওয়াইফ' লিখে সার্চ করেন, তাহলে ঠিক কী আসবে?
গুগলের সার্চ বারে গিয়ে যদি আপনি 'রশিদ খান ওয়াইফ' টাইপ করেন, তাহলে প্রথমে অনুষ্কা শর্মার নামই আসবে। তাঁর নামের পর রশিদ খানের একটা ছোটো জন্মবৃত্তান্তও আসবে। সেখানে স্পষ্ট লেখা রয়েছে রশিদ নাকি বিবাহিত। আর তাঁর স্ত্রী'র নাম অনুষ্কা শর্মা। আর বিয়ের তারিখ লেখা রয়েছে ১১ ডিসেম্বর, ২০১৭। অর্থাৎ বিরাট কোহলির সঙ্গে যেদিন তাঁর বিয়ে হয়েছিল।
কিন্তু রশিদ খানের স্ত্রী হিসাবে অনুষ্কা শর্মার নাম আসছেই বা কেন?
আসলে ২০১৮ সালে ইনস্টাগ্রামের একটি চ্যাটে রশিদ খানের কাছে তাঁর সমর্থকেরা প্রিয় অভিনেত্রীর নাম জানতে চায়। সেই প্রশ্নের জবাবে রশিদ অনুষ্কা শর্মা এবং প্রীতি জ়িন্টার নাম উল্লেখ করেন। এরপর খবরটা চাউর হতে খুব একটা বেশি সময় লাগেনি যে রশিদ খানের প্রিয় অভিনেত্রী হলেন অনুষ্কা শর্মা। এটাই একমাত্র রশিদ খান এবং অনুষ্কা শর্মার যোগসূত্র। ব্যাস, এইটুকুই। তারপর বহু খবর প্রকাশিত হয়েছিল যেখানে লেখা ছিল অনুষ্কা শর্মা রশিদ খানের প্রিয় অভিনেত্রী। সেখান থেকেই এখন গুগলে দেখাচ্ছে অনুষ্কা নাকি এই আফগান ক্রিকেটারের স্ত্রী।
রশিদ খান কি আদৌ বিবাহিত?
সবশেষে এটুকুই বলা যেতে পারে যে গুগল যেটা বলছে যে অনুষ্কা শর্মা নাকি রশিদ খানের স্ত্রী, তেমনটা একেবারেই নয়। এমনকী, রশিদ খান এখনও বিয়েও করেননি। গত জুলাইয়ে একটি ইন্টারভিউয়ে তাঁকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে এই আফগান ক্রিকেটার সাফ জানিয়ে দেন, আফগানিস্তান একবার বিশ্বকাপ না জেতার আগে তিনি বাগদান কিংবা বিয়ে কোনওটাই করবেন না।
ভালো, ভালো।