Advertisement

IPL 2022 Playoffs: IPL 2022 প্লেঅফে গুজরাত, বাকিদের কী অবস্থা?

IPL 2022 Playoff: পয়েন্ট টেবিলে এখন তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। চতুর্থ নম্বরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুটি দলেরই পয়েন্ট ১৪। কিন্তু প্লেঅফে পৌঁছনোর চান্স বেশি রাজস্থানের। কারণ রাজস্থানের আর ৩টি ম্যাচ বাকি আছে।

আইপিএল প্লেঅফ ২০২২আইপিএল প্লেঅফ ২০২২
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 May 2022,
  • अपडेटेड 12:13 PM IST
  • লখনউয়ের যাওয়া মোটামুটি নিশ্চিত
  • বাকি ২ পয়েন্ট পাওয়ার লড়াই
  • বাকি টিমগুলির কতটা সুযোগ?

IPL Playoff 2022: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2022)-এ প্রথমবারই কামাল করছে গুজরাত টাইটান্স (GT)। গুজরাতই প্রথম দল এই আইপিএল-এ, যারা প্লেঅফে পৌঁছল। মঙ্গলবার লখনউকে ৬২ রানে হারিয়ে প্লেঅফে নিজেদের জায়গা পাকা করল গুজরাত। লখনউয়ের কাছেও সুযোগ ছিল, কিন্তু এবার অপেক্ষাই করতে হবে।

হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে গুজরাত টাইটান্স কার্যত সবাইকে চমকে দিয়েছে প্রথমবারেই ভাল পারফর্ম্যান্সে। প্রতিটি ম্যাচেই একজন করে নতুন ম্যাচ উইনার উঠে আসছেন। IPL 2022-এর প্লেঅফে আরও ৩টি দল যাবে। কারা যেতে পারে, দেখে নেওয়া যাক সমীকরণ কী বলছে।

আরও পড়ুন

লখনউয়ের যাওয়া মোটামুটি নিশ্চিত

গুজরাত টাইটান্স ১৮ পয়েন্ট নিয়ে প্লেঅফে জায়গা পাকা করে ফেলেছে। গুজরাতের পরেই যে দলের প্লেঅফে যাওয়ার মোটামুটি নিশ্চিত, সেটি হল লখনউ সুপার জায়ান্টস। লখনউয়ের ১৬ পয়েন্ট। আরও দুটি ম্যাচ খেলতে হবে। এর মধ্যে তারা যদি একটি ম্যাচও জেতে, তাহলেও প্লেঅফে পৌঁছে যাবে। কিন্তু দুটি ম্যাচই হেরে গেলে, তখন নেট রানরেট দেখা হবে। 

বাকি ২ পয়েন্ট পাওয়ার লড়াই

পয়েন্ট টেবিলে এখন তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। চতুর্থ নম্বরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুটি দলেরই পয়েন্ট ১৪। কিন্তু প্লেঅফে পৌঁছনোর চান্স বেশি রাজস্থানের। কারণ রাজস্থানের আর ৩টি ম্যাচ বাকি আছে। দুটি ম্যাচ জিতলেই প্লে অফে। কিন্তু একটিও ম্যাচ না জিতলে নেট রানরেটের বিচারে প্লেঅফের অঙ্ক কষা হবে।

আবার রয়্যাল চ্যালেঞ্জার্সের কাছে আর ২টি ম্যাচ বাকি আছে। যদি আরসিবি দুটি ম্যাচই জিতে যায়, তা হলে প্লেঅফে নিশ্চিত। কিন্তু একটি ম্যাচ জিতলে নেট রানরেট বিচার করা হবে। দুটি ম্যাচই হেরে গেলে প্লেঅফের স্বপ্ন ভেঙেও যেতে পারে। যদিও টানা ৩টি ম্যাচ হারার পরে দুটি ম্যাচ টানা জিতেছে বেঙ্গালুরু।

Advertisement
IPL 2022 প্লেঅফে গুজরাত টাইটান্স

বাকি টিমগুলির কতটা সুযোগ?

পয়েন্ট টেবিলে টপ ৪টি টিম ছাড়া রয়েছে দিল্লি ডেয়ারডেভিলস, সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব সুপারকিংস। এদেরও প্লেঅফে যাওয়ার সুযোগ হতে পারে। কিন্তু মুশকিল। দিল্লি এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছে, আরও ৩ ম্যাচ বাকি। তিন ম্যাচ জিতলে ১৬ পয়েন্ট হয়ে যাবে। হায়দরাবাদ ও পঞ্জাবেরও একই হাল।

কলকাতার ক্ষেত্রে ১২ ম্যাচ। ১০ পয়েন্ট। এই অবস্থায় দুটি ম্যাচ জিতলে ১৪ পয়েন্ট হবে। চেন্নাইকে আরও ৩ ম্যাচ খেলতে হবে। তিন ম্যাচ জিতলে ১৪ পয়েন্ট পেয়ে যাবে। এ ক্ষেত্রে একাধিক টিম যদি ১৪ পয়েন্ট পায়, তা হলে প্লেঅফে যাওয়া মুশকিল।

Read more!
Advertisement
Advertisement