Advertisement

IPL Slapgate: 'যদি ভুল শুধরানোর সুযোগ পেতাম,' শ্রীশান্তকে চড়ে অনুতপ্ত ভাজ্জি

২০০৮ সালে ঘটা এই ঘটনা নিয়ে অনেকবার উভয় খেলোয়াড়ই কথা বলেছেন, তবে এবার তাঁরা দুজনেই একই প্ল্যাটফর্মে এসে বিষয়টি নিয়ে কথা বলেছেন। হরভজন সিং, শ্রীশান্ত লাইভ কথোপকথনে থাপ্পড় কাণ্ডের গল্প শোনালেন। গোটা গল্পটাই শ্রীশান্ত শোনান। 

শ্রীশান্ত ও হরভজন সিং শ্রীশান্ত ও হরভজন সিং
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 05 Jun 2022,
  • अपडेटेड 7:39 PM IST
  • থাপ্পড় কেলেঙ্কারি নিয়ে খোলামেলা কথা বললেন হরভজন সিং
  • আমার ভুল হয়েছে: হরভজন সিং

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-2022 (IPL 2022) সবেমাত্র শেষ হয়েছে এবং এখন ভারতীয় দলের সমস্ত ক্রিকেটারই এক সপ্তাহ বিশ্রাম নিচ্ছেন।তবে আইপিএল-এর ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যা ক্রিকেট প্রেমীরা ভুলতে পারেন না। আইপিএলের ইতিহাসের দিকে তাকালে, দেখা যাবে, কোটি টাকার এই লিগে এখনও পর্যন্ত অনেক বিতর্ক হয়েছে। তবে প্রথম মরশুমে হরভজন সিং (Harbhajan Singh) এবং এস. শ্রীশান্তের (S Sreesanth) মধ্যে থাপ্পড় কেলেঙ্কারির কথা এখনও সকলের মনে রয়েছে।

 
২০০৮ সালে ঘটা এই ঘটনা নিয়ে অনেকবার উভয় খেলোয়াড়ই কথা বলেছেন, তবে এবার তাঁরা দুজনেই একই প্ল্যাটফর্মে এসে বিষয়টি নিয়ে কথা বলেছেন। হরভজন সিং, শ্রীশান্ত লাইভ কথোপকথনে থাপ্পড় কাণ্ডের গল্প শোনালেন। গোটা গল্পটাই শ্রীশান্ত শোনান। 


হরভজন সিং বলেছিলেন যে। যদি একটি ভুল তিনি করে থাকেন যা তিনি মুছতে চান, তবে মোহালি মাঠে সেই ম্যাচের পরের এই ঘটনা। শ্রীশান্তের সামনে হরভজন সিং বলেন, আইপিএলের ওই ম্যাচে যা হয়েছে তা একেবারেই ভুল, আমার দিক থেকে খুব ভুল ছিল।

আরও পড়ুন

আইপিএল ২০০৮ এ যখন এটি ঘটেছিল, সেইদিন মুম্বই ইন্ডিয়ান্স এবং কিংস ইলেভেন পঞ্জাবের মধ্যে একটি ম্যাচ ছিল। হরভজন সিং মুম্বইয়ের দলে ছিলেন। আর পঞ্জাব দলের সঙ্গে ছিলেন শ্রীশান্ত। ম্যাচের পর এস. শ্রীশান্তের কান্নার ছবি প্রকাশ্যে আসে, পরে জানা যায় হরভজনের সঙ্গে তাঁর কোনও ব্যাপারে কিছু ঝগড়া হয়েছিল, যার পর হরভজন তাঁকে চড় মারেন।

এই ইস্যুতে অনেক বিতর্ক হয়েছিল, যদিও কিছুকাল পরে হরভজন সিং এবং শ্রীশান্ত নিজেদের মধ্যে আলোচনা শুরু শুরু করেন। এরপর বেশ কয়েকবার একসঙ্গে দেখাও গিয়েছে দু'জনকে।  

Read more!
Advertisement
Advertisement