Advertisement

ছোট্ট ছেলেকে কোলে নিয়ে উদ্দাম নাচ হার্দিকের, দেখুন সেই video

যত দিন যাচ্ছে, ছেলের প্রতি হার্দিক পান্ডিয়ার ভালোবাসা ততই যেন উপচে পড়ছে। তা সে প্রথমবার বিমানে চাপানোই হোক ক্রিসমাস পালন, প্রতিটা বিশেষ মুহুর্তের ছবি তিনি সোশ্যাল সাইটে দিয়ে সমর্থকদের সঙ্গে ভালোবাসাটা শেয়ার করে নেন। সম্প্রতি এমনই আরও একটা ভিডিও শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন হার্দিকের স্ত্রী নাতাশা। সেখানে দেখা যাচ্ছে যে তিনি ছেলে অগস্ত্যকে নিয়ে উদ্দাম নাচ করছেন।

ছবিগুলো নাতাশা স্ট্যানকোভিচের ইনস্টাগ্রাম ভিডিও থেকে নেওয়া হয়েছেছবিগুলো নাতাশা স্ট্যানকোভিচের ইনস্টাগ্রাম ভিডিও থেকে নেওয়া হয়েছে
Aajtak Bangla
  • দিল্লি,
  • 28 Mar 2021,
  • अपडेटेड 1:57 PM IST
  • ছেলের সঙ্গে নাচ করছেন হার্দিক পান্ডিয়া
  • সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচও
  • আজ ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে খেলছেন হার্দিক

যত দিন যাচ্ছে, ছেলের প্রতি হার্দিক পান্ডিয়ার ভালোবাসা ততই যেন উপচে পড়ছে। তা সে প্রথমবার বিমানে চাপানোই হোক ক্রিসমাস পালন, প্রতিটা বিশেষ মুহুর্তের ছবি তিনি সোশ্যাল সাইটে দিয়ে সমর্থকদের সঙ্গে ভালোবাসাটা শেয়ার করে নেন। সম্প্রতি এমনই আরও একটা ভিডিও শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন হার্দিকের স্ত্রী নাতাশা। সেখানে দেখা যাচ্ছে যে তিনি ছেলে অগস্ত্যকে নিয়ে উদ্দাম নাচ করছেন।

বাবা হওয়ার পর থেকেই হার্দিকের দায়িত্ব অনেকটাই বেড়ে গেছে। ছেলেকে নাওয়ানো-খাওয়ানো এমনকী ঘুম পাড়ানোর কাজও তিনি স্ত্রী'র সঙ্গে সমানভাবে ভাগ করে নিচ্ছেন। সেই ছবি আমরা বিভিন্ন সময় দেখতেও পেয়েছি। অগস্ত্য ভীষণই মিষ্টি একটা বাচ্চা, তা আর বলার অপেক্ষা রাখে না। আর তার থেকেও মিষ্টি এই বাবা-ছেলের সম্পর্ক।

দেখে নিন সেই নাচের ভিডিও :

আরও পড়ুন

বিগত কয়েকদিন ধরেই হার্দিক পান্ডিয়া সংবাদ শিরোনামে রয়েছে। আসলে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়। সেইসময় ইংল্য়ান্ডের পেসার স্যাম কুরানের দিকে তেড়ে যান হার্দিক পান্ডিয়া। অবশেষে ব্যাপারটা মিটমাট করেন মাঠে উপস্থিত আম্পায়াররা। আসুন তাহলে জেনে নেওয়া যাক গোটা ঘটনাটা কী হয়েছিল।

ভারতীয় ইনিংসের ৪৬তম ওভারে ঘটে এই ঘটনাটি। ব্রিটিশ ক্রিকেট দলের বাঁহাতি পেসার স্যাম কুরান ইয়র্কার বল করেন ব্যাটসম্যান হার্দিককে। পান্ডিয়া বল ঠিকমতো সামলাতে পারেননি। তবে আবার বল করার জন্য ফিরে যাওয়ার সময় স্যাম হার্দিককে উদ্দেশ্য করে কিছু বলেন। ঠিক তখনই ইংল্যান্ডের এই ক্রিকেটারের পিছনে ধাওয়া করতে দেখা যায় হার্দিককে।

তবে আম্পায়ার হার্দিককে আটকে দিলেও হার্দিকের মুখ কিন্তু বন্ধ ছিল না। তিনি স্যাম কুরানকে মুখের ভাষাতেই যোগ্য জবাব দিয়ে দেন। এরপরই হার্দিক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। 

Read more!
Advertisement
Advertisement