Advertisement

Team India: যেন মাহির পথেই হার্দিক, সিরিজ জিতে ট্রফি দিলেন উমরানের হাতে

আইপিএল 2022 তে দারুণ পারফর্ম করা উমরান মালিক (Umran Malik) এই সিরিজে অভিষেকের সুযোগ পেয়েছিলেন। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেও দলে ছিলেন উমরান। যদিও মূল দলে সুযোগ পাননি। দ্বিতীয় টি-টোয়েন্টিতে শেষ ওভারে আয়ারল্যান্ডের ১৭ রান দরকার ছিল। সেই সময় উমরান মালিকের হাতে বল তুলে দিয়েছিলেন হার্দিক। সেই ওভারটি বোলিং করে দলকে জয় এনে দেন। উমরান মালিককে পূর্ণ আস্থা দিতে হার্দিক পান্ডিয়া এমনটা করলেন।  

উমরানের হাতে ট্রফি তুলে দিচ্ছেন হার্দিক (স্ক্রিন শট)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jun 2022,
  • अपडेटेड 4:07 PM IST
  • উমরানকে ট্রফি দিলেন হার্দিক
  • দারুণ খুশি ভারতীয় সমর্থকরা

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২-০ টি-টোয়েন্টি সিরিজ জিতে গিয়েছে তরুণ টিম ইন্ডিয়া (Team India)। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে টিম ইন্ডিয়ার এই জয় ছিল স্মরণীয়। এই সিরিজে বেশ কয়েকজন দারুণ ক্রিকেটার উঠে এসেছেন। সিরিজ জেতার পরে দেখা গেল একটি পুরনো পরিচিত দৃশ্য। যা মনে করাল মহেন্দ্র সিং ধোনিকে (Mahendra Singh Dhoni)। অধিনায়ক হার্দিক পান্ডিয়া যখন ট্রফি পেলেন তখন তিনি যা করলেন তাতেই প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কথা মনে পড়ে গেল ক্রিকেট প্রেমীদের। 

আসলে, টিম ইন্ডিয়া যখন ২-০ ক্লিন সুইপের পরে ট্রফি পেয়েছিল। তারপর অধিনায়ক হার্দিক পান্ডিয়া এটি গ্রহণ করেছিলেন। তবে ট্রফিটি পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি এটি দলের সর্বকনিষ্ঠ এবং নতুন ক্রিকেটার উমরান মালিকের হাতে তুলে দেন। উমরান মালিকই পরে ট্রফি নিয়ে পোজ দেন।

আইপিএল 2022 তে দারুণ পারফর্ম করা উমরান মালিক (Umran Malik) এই সিরিজে অভিষেকের সুযোগ পেয়েছিলেন। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেও দলে ছিলেন উমরান। যদিও মূল দলে সুযোগ পাননি। দ্বিতীয় টি-টোয়েন্টিতে শেষ ওভারে আয়ারল্যান্ডের ১৭ রান দরকার ছিল। সেই সময় উমরান মালিকের হাতে বল তুলে দিয়েছিলেন হার্দিক। সেই ওভারটি বোলিং করে দলকে জয় এনে দেন। উমরান মালিককে পূর্ণ আস্থা দিতে হার্দিক পান্ডিয়া এমনটা করলেন।  

এই রীতি প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি শুরু করেছিলেন। যখন তিনি কোনও ট্রফি জিততেন, তিনি প্রায়শই সেই ট্রফি দলের সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের হাতে ট্রফি তুলে দিতেন। এমএস ধোনি, বিরাট কোহলি এবং এখন রোহিত শর্মা এই রীতি এগিয়ে নিয়ে যাওয়ার পরে, এখন হার্দিক পান্ডিয়াও একই কাজ করেছেন। 

আরও পড়ুন: 'সোনা কিতনা সোনা হ্যায়...' ডাবলিনের রাস্তায় সে কী নাচ ধনশ্রীর! VIDEO

Advertisement

আরও পড়ুন: জোরে গাড়ি চালানোয় শাস্তি আফ্রিদির, কত জরিমানা?

আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছিল। আর সেই কারণেই গুজরাত টাইটান্সকে আইপিএল জেতান হার্দিক পান্ডিয়াকে দুই ম্যাচের জন্য অধিনায়ক করা হয়েছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে হার্দিক পান্ডিয়াকেই অধিনায়ক করা হতে পারে বলে মনে করা হচ্ছে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement