Advertisement

Hardik Pandya Injury: IPL 2024-ও খেলতে পারবেন না হার্দিক? বড় ধাক্কার প্রমাদ গুনছে মুম্বই ইন্ডিয়ান্স

আইপিএল-এর (IPL 2024) নিলামের আগেই মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ক্যাপ্টেন্সি হাতে পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে হার্দিককে ক্যাপ্টেন করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কম সমালোচনা শুনতে হয়নি মুম্বই ইন্ডিয়ান্স কর্তাদের। তবে এবার শোনা যাচ্ছে, হার্দিক পান্ডিয়া চোট সারিয়ে এবারের আইপিএল-এ নাও খেলতে পারেন।

Hardik PandyaHardik Pandya
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Dec 2023,
  • अपडेटेड 4:23 PM IST

আইপিএল-এর (IPL 2024) নিলামের আগেই মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ক্যাপ্টেন্সি হাতে পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে হার্দিককে ক্যাপ্টেন করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কম সমালোচনা শুনতে হয়নি মুম্বই ইন্ডিয়ান্স কর্তাদের। তবে এবার শোনা যাচ্ছে, হার্দিক পান্ডিয়া চোট সারিয়ে এবারের আইপিএল-এ নাও খেলতে পারেন।

একদিনের বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে খেলার সময়ই চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। এখনও তিনি ফিট হতে পারেননি। সূত্রের খবর, হার্দিক আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজ তো বটেই, আইপিএল থেকেও ছিটকে যেতে পারেন। পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'এখনও পর্যন্ত হার্দিকের ফিটনেস স্ট্যাটাস সম্পর্কে কোন আপডেট আমাদের কাছে নেই। আইপিএল শেষ হওয়ার আগে তাঁকে পাওয়া যাবে কিনা তা নিয়েও একটা বড় প্রশ্ন চিহ্ন রয়েছে।' যদি আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে হার্দিক খেলতে না পারেন তা হলে ফের রোহিত শর্মাকেই নেতৃত্বে ফেরানো হতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে আইপিএল-এ হার্দিকের রেকর্ড বেশ ভাল। গুজরাত টাইটান্সের (Gujarat Titans) ক্যাপ্টেন হয়ে, প্রথম মরশুমেই চ্যাম্পিয়ন করেছিলেন এই অলরাউন্ডার। পরের মরশুমে আবার ফাইনালে তুলেছিলেন দলকে। যদিও চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে হেরে যেতে হয়েছিল গুজরাতকে। 

পিটিআই এর সূত্র জানিয়েছে যে হার্দিকের যে কোনও সময় তার গোড়ালির চোট থেকে সেরে ওঠার সম্ভাবনা খুব কম। তাই হার্দিক শুধু আফগানিস্তান সিরিজই মিস করবেন না, আইপিএল ২০২৪ মরশুমের বাইরে থাকতে পারেন তিনি। সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া এবং রুতুরাজ গায়কোয়াড়ের ইনজুরির পর আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য অধিনায়ক বেছে নেওয়ার চ্যালেঞ্জের মুখোমুখি হবে বিসিসিআই। আশা করা হচ্ছে, রোহিত শর্মাকে আবারও আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করতে দেখা যেতে পারে। ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহকেও অধিনায়কত্ব দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement