টিম ইন্ডিয়ার (Team India) অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে গুজরাত টাইটান্স (Gujarat Titans) আইপিএল শিরোপা জিতেছে। এবারের আইপিএল-এ পান্ডিয়া ব্যাটের পাশাপাশি বল হাতেও কার্যকর হয়েছেন। এই পারফরম্যান্সের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে হার্দিককে।
হার্দিক পান্ডিয়া টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক এমএস ধোনির (MS Dhoni) প্রশংসা করেছেন। ২০১৬ সালে এমএস ধোনির নেতৃত্বেই হার্দিকের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল। সেই অভিষেক ম্যাচে পান্ডিয়া তাঁর প্রথম ওভার করতে এসে ১৯ রান দিয়েছিলেন। তা সত্ত্বেও ধোনি তাঁকে দিয়েই আরও দুই ওভার করিয়েছিলেন। ধোনির সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণিত হয় এবং হার্দিক তিন ওভারে ৩৭ রান দিয়ে ২ উইকেট নেন।
ধোনি আমার প্রতি অনেক আস্থা দেখিয়েছে: হার্দিক
হার্দিক একটি পডকাস্টে বলেছেন, "আমি যখন ভারতীয় দলে যোগ দিয়েছিলাম, তখন সুরেশ রায়না, হরভজন সিং, যুবরাজ সিং, এমএস ধোনি, বিরাট কোহলি, আশিস নেহরার মতো খেলোয়াড় ছিলেন। আমি তাদের সবার খেলা দেখে বড় হয়েছি। আমার এই জায়গায় পৌঁছান একটা বিরাট ব্যাপার ছিল। আপাতদৃষ্টিতে আমি যেভাবে শুরু করেছি তাতে মনে হচ্ছিল এটাই আমার শেষ ওভার হতে পারে। তবে মাহি ভাইয়ের নেতৃত্বে খেলতে পেরে আমি খুবই ভাগ্যবান, যিনি আমার প্রতি অনেক আস্থা দেখিয়েছেন।'
আরও পড়ুন: টিম ইন্ডিয়ার ধাক্কা, রঞ্জিতে যখন চোট পেলেন মায়াঙ্ক, VIDEO
WC খেলার আশ্বাস দিয়েছেন মাহি ভাই: হার্দিক
হার্দিক বলেছেন যে এমএস ধোনির কথা তাঁকে আত্মবিশ্বাস জুগিয়েছিল। হার্দিকের মতে, তৃতীয় ম্যাচের ঠিক পরেই ধোনি তাঁকে বিশ্বকাপে নির্বাচিত হওয়ার আশ্বাস দিয়েছিলেন। হার্দিক বলেন, “আমার আন্তর্জাতিক কেরিয়ারের তৃতীয় ম্যাচের পরপরই মাহি ভাই আমাকে বলেছিলেন যে তুমি বিশ্বকাপ দলে থাকবে। আমি সেই ম্যাচে ব্যাটও করিনি, তবে ধোনি আমাকে আশ্বস্ত করেছিল। হ্যাঁ, এটা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতোই ছিল।'