Advertisement

Hardik Pandya Team India: 'ও খুবই গুরুত্বপূর্ণ...' হার্দিককে T20 বিশ্বকাপের দলে রাখা নিয়ে কী বললেন রোহিত?

একদিনের বিশ্বকাপে চোট লাগায়, আর কোনও ম্যাচ খেলতে পারেননি ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সরাসরি আইপিএল খেললেও, তাঁর ক্রিকেট মাঠে ফেরা নিয়ে বিতর্ক কম হয়নি। আইপিএল-এ রোহিত শর্মার জায়গায় মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি তাঁকে দিয়ে দেওয়া নিয়ে বিতর্কের ঝড় বয়ে যায়। স্টেডিয়াম থেকে উড়ে আসতে থাকে নানা কটূক্তি। তবে ভারতীয় দলে তাঁর জন্য দরজা যে খোলা র‍য়েছে তা বোঝা যায় মঙ্গলবার। আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা হতেই দেখা যায়, ১৫ জনের তালিকায় নাম রয়েছে অলরাউন্ডারের। 

হার্দিক পান্ডিয়া
Aajtak Bangla
  • মুম্বই,
  • 02 May 2024,
  • अपडेटेड 7:01 PM IST

একদিনের বিশ্বকাপে চোট লাগায়, আর কোনও ম্যাচ খেলতে পারেননি ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সরাসরি আইপিএল খেললেও, তাঁর ক্রিকেট মাঠে ফেরা নিয়ে বিতর্ক কম হয়নি। আইপিএল-এ রোহিত শর্মার জায়গায় মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি তাঁকে দিয়ে দেওয়া নিয়ে বিতর্কের ঝড় বয়ে যায়। স্টেডিয়াম থেকে উড়ে আসতে থাকে নানা কটূক্তি। তবে ভারতীয় দলে তাঁর জন্য দরজা যে খোলা র‍য়েছে তা বোঝা যায় মঙ্গলবার। আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা হতেই দেখা যায়, ১৫ জনের তালিকায় নাম রয়েছে অলরাউন্ডারের। 

টি২০ বিশ্বকাপের দলে হার্দিকের থাকা নিয়ে মুখ খুলেছেন ভারতীয় দলের ক্যাপ্টেন। তিনি বলেন, 'হার্দিক আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ও অনেকদিন পর মাঠে ফিরেছে। ও বল করতে পারে। হার্দিক আমাদের দলে ভারসাম্য রক্ষা করবে।' তবে রিঙ্কুকে দলে জায়গা দিতে না পারা দুর্ভাগ্যের বলে মনে করেন ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগারকর। তিনি বলেন, ' 'সম্ভবত সবচেয়ে কঠিন কাজটি আমাদের করতে হয়েছে। রিঙ্কু কোনও ভুল করেননি, শুভমান গিলও করেনি। এটা কম্বিনেশনের জন্য। আমরা কী কন্ডিশন পাব সে বিষয়ে আমরা নিশ্চিত নই। আমরা যথেষ্ট বিকল্প রাখার চেষ্টা করেছি। দু'জন রিস্ট স্পিনার, যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদব দলে রয়েছে। রিঙ্কুর না থাকাটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা ভেবেছি বোলিং-এ বিকল্প রাখাটা সঠিক হবে। ও এখনও আমাদের রিজার্ভ সদস্যদের একজন। দিনের শেষে, আপনি শুধুমাত্র ১৫ জনকেই বাছাই করতে পারবেন।' 

রিঙ্কুর জায়গায় শিবম দুবেকে নেওয়া নিয়েও নিজেদের মত জানিয়েছেন রোহিত শর্মা ও আগারকার। রোহিত জানান, 'ও বলও করতে পারে। ও বল করবে এবারের বিশ্বকাপে। একজন অলরাউন্ডার যা করার কথা সেই সমস্ত কিছুই করবে দুবে।' পাশাপাশি হার্দিক পান্ডিয়ার যে কোনও বিকল্প নেই তাও জানিয়ে দিয়েছেন রোহিত। ভারতীয় দলের ক্যাপ্টেন বলেন, ' হার্দিক আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ও অনেকদিন পর মাঠে ফিরেছে। আমরা  ও বল করতে পারে। হার্দিক আমাদের দলে ভারসাম্য রক্ষা করবে।' 

Advertisement

তবে দলে জায়গা পেতে পারেন রিঙ্কু ও গিলের মত ক্রিকেটাররা। এমনটাই জানিয়েছেন রোহিত শর্মা। তিনি বলেন, 'আমাদের যদি দরকার হয়, তা হলে যারা সুযোগ পায়নি তাদেরকেও দলে নিতে পারি।' ভারতীয় দল আইপিএল-এর উপর নির্ভর করে গড়া হয়নি বলেও জানিয়েছেন নির্বাচক কমিটির প্রধান তিনি বলেন, 'আইপিএল আগে থেকেই দল গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল।' 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement