আত্মবিশ্বাসী ইংল্যান্ড (England) তারকা হ্যারি কেন (Harry Kane)। ইতিমধ্যেই দেশের হয়ে করে ফেলেছেন ৫৫টি গোল। এবার তাঁর লক্ষ্য দেশের জার্সি গায়ে শততম গোল (100th goals)।
এইমুহূর্তে হ্যারি কেন বিশ্বফুটবলে (World Football) অতিপরিচিত একটি নাম। প্রিমিয়ার লিগে (Premiere League) টটেনহ্যাম হটস্পারের (Tottenham Hotspur) হয়ে ধারাবাহিক পারফরম্যান্স ছাড়াও দেশের জার্সি গায়ে নিজেকে প্রমাণ করেছেন তিনি। ইতিমধ্যেই ইংল্যান্ড জাতীয় দলের (England National Team) হয়ে সর্বোচ্চ গোলদাতা (Top goal scorer) হিসেবে পরিসংখ্যানে নাম তুলেছেন তিনি। জাতীয় দলের জার্সি গায়ে, এই সময়ে সর্বকালের সর্বাধিক গোলস্কোরার হ্যারি কেন। কয়েকদিন আগেই ওয়েন রুনির (Wayne Roonie) রেকর্ড ভেঙেছেন এই ব্রিটিশ তারকা।
ওয়েন রুনি ইংল্যান্ড জার্সি গায়ে খেলেছেন ১২০টি ম্যাচ এবং গোল করেন ৫৩টি। আর রুনির সেই রেকর্ড ভাঙার পরেই আরও আত্মবিশ্বাসী তিনি। দেশের জার্সি গিয়ে ৫৫টি গোল করে বুঝিয়ে দিলেন যে, লড়াই থেকে হারিয়ে যাননি। তিনি বলছেন, ‘আমি জানি ১০০ গোল করা কঠিন। কিন্তু আমার বয়স মাত্র ২৯ বছর (29 years)। আমি এখনও যথেষ্ট ফিট এবং আরও অনেকদিন খেলতে চাই ইংল্যান্ডের হয়ে।‘
টটেনহ্যাম থিঙ্কট্যাঙ্ক বলছেন, আপাতত তাঁর লক্ষ্য ৬০তম গোল। ধাপে ধাপে তিনি এগোতে চান লক্ষ্যের দিকে। তবে ১০০ গোল কঠিন হলেও অসম্ভব নয়, বলছেন তিনি। তিনি যখন খেলা শুরু করেছিলেন, তখন স্বপ্নেও ভাবেননি যে একদিন ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হবেন। আরও একটি রেকর্ড তাঁর দখলে রয়েছে। একক বছরের নিরিখে ইংল্যান্ডের কোনো ফুটবলার হিসেবে সর্বাধিক গোলস্কোরিং রেকর্ড রয়েছে তাঁর দখলে। গত ২০২১ সালে ১৫টি গোল করে এই রেকর্ডটি গড়েন তিনি।
হ্যারি বলছেন, ‘অনেক বড় বড় কিংবদন্তি ইংল্যান্ড জার্সি গায়ে খেলেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে একনম্বর হওয়া আমার স্বপ্নের বাইরে। ইংল্যান্ড জার্সি গায়ে মাঠে নামা এবং গোল করা, আমার জন্য ভীষণ স্পেশ্যাল। আমি বরাবর ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলতে চেয়েছি এবং গোল করতে চেয়েছি। রেকর্ড করা আমার স্বপ্ন ছিল না।‘
তবে আপাতত তাঁর লক্ষ্য টটেনহ্যাম হটস্পারের হয়ে নিজেকে উজাড় করে দেওয়া। আসন্ন ৩ এপ্রিল প্রিমিয়ার লিগে এভার্টনের (Everton) বিরুদ্ধে নামছে হটস্পাররা।