Advertisement

Harshit Rana: IPL-এর পর দলীপ ট্রফিতেও বিতর্কিত সেলিব্রেশন রানার, শাস্তি হবে?

আইপিএল-এ (IPL 2024) বিতর্কিত সেলিব্রেশন করে শাস্তির মুখে পড়তে হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ক্রিকেটার হর্ষিত রানাকে (Harshit Rana)। ফাইনাল জেতার পরে হর্ষিতের পাশে দাঁড়িয়ে একই কাজ করেন দলের মালিক শাহরুখ খান (Shah Rukh Khan)। এবার দলীপ ট্রফিতেও (Duleep Trophy) একই কাজ করলেন কেকেআর (KKR) বোলার।

আইপিএল ও দলীপ ট্রফি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Sep 2024,
  • अपडेटेड 10:57 AM IST

আইপিএল-এ (IPL 2024) বিতর্কিত সেলিব্রেশন করে শাস্তির মুখে পড়তে হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ক্রিকেটার হর্ষিত রানাকে (Harshit Rana)। ফাইনাল জেতার পরে হর্ষিতের পাশে দাঁড়িয়ে একই কাজ করেন দলের মালিক শাহরুখ খান (Shah Rukh Khan)। এবার দলীপ ট্রফিতেও (Duleep Trophy) একই কাজ করলেন কেকেআর (KKR) বোলার।

দারুণ ছন্দে রানা
ভারতের সি দলের বিরুদ্ধে ম্যাচে দারুণ ছন্দে ছিলেন হর্ষিত রানা। ভারতের ডি দলের এই বোলার আউট করেন বিপক্ষের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়কে (Ruturaj Gaikwad)। দ্বিতীয় স্লিপে ঋতুরাজ একটি ক্যাচ তোলেন, তাঁকে ফেরানোর পর দেখা গেল হর্ষিত রানা ফ্লাইং কিস দিচ্ছেন। এই একই স্টাইলের জন্য তাঁকে শাস্তির মুখে পড়তে হয়েছিল IPL-এ। কিন্তু এবার দলীপ ট্রফিতে তিনি সেটাই করলেন। 

শাস্তি হতে পারে রানার?
IPL-এ সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) ময়াঙ্ক আগরওয়ালকে (Mayank Agarwal) ফেরানোর পর ফ্লাইং কিস দিয়ে শাস্তির মুখে পড়েছিলেন তিনি। এবার তিনি শাস্তির মুখে পড়বেন কি না সেটা অবশ্য সময় বলবে, যদিও BCCI বা ম্যাচ রেফারি এখনও হর্ষিত রানার ঘটনা নিয়ে কিছু বলেনি। ভারতের সি ও ডি দলের ম্যাচে রানা দাপটের সঙ্গে বল করেন। সি দলের টপ অর্ডার ভাঙার মূল কাজটা করেন হর্ষিত। ৯১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারতের সি দল।

দারুণ ছন্দে অক্ষর প্যাটেলও

হর্ষিতের বলে আউট হন সাই সুদর্শন (Sai Sudarshan) ও রুতুরাজ গায়কোয়াড। প্রথম দিনের ম্যাচের শেষে সি দলের হয়ে ক্রিজে টিকে রয়েছেন বাবা ইন্দ্রজিত (Baba Indrajit) ও অভিষেক পোড়েল (Abishek Porel)। ইন্দ্রজিত অপরাজিত ১৫ রান করে। পোড়েল অপরাজিত ৩২ রানে। অক্ষর প্যাটেলও (Axar Patel) দারুণ ছন্দে। D দলের হয়ে দাপুটে অলরাউন্ড পারফর্ম্যান্স করেন তিনি। 
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement