Advertisement

Hockey World Cup: ক্রিকেটের মতো হকি বিশ্বকাপেও নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় ভারতের

নির্ধারিত সময়ে খেলা ৩-৩ অমীমাংসিত ছিল। তার পর শুটআউটে নিউজিল্যান্ড জিতল ৫-৪ গোলের ব্যবধানে।

হকি বিশ্বকাপ ২০২৩। হকি বিশ্বকাপ ২০২৩।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 Jan 2023,
  • अपडेटेड 8:39 AM IST
  • হকি বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত।
  • শুটআউটে নিউজিল্যান্ড জিতল ৫-৪ গোলের ব্যবধানে।

ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছিল টিম ইন্ডিয়া। এবার হকি বিশ্বকাপেও একই প্রতিপক্ষে হার ভারতের। ক্রসওভারে ভারতকে সাডেন ডেথে হারিয়ে দিল কিউয়িরা। নির্ধারিত সময়ে খেলা ৩-৩ অমীমাংসিত ছিল। তার পর শুটআউটে নিউজিল্যান্ড জিতল ৫-৪ গোলের ব্যবধানে।

এ দিন খেলা শুরুর তিন মিনিটের মধ্যে গোল করে দলকে এগিয়ে দেন ললিত কুমার। চার মিনিট পরে ললিত পেনাল্টি কর্নার আদায় করলেও সফল গননি। পরের মিনিটেই গোল করেন নীলকান্ত। নিউজিল্যান্ড রিভিউ নিলে দেখা যায় ওই গোলের আগেই বল বেসলাইন পেরিয়ে গিয়েছিল। ফলে গোলটি বাতিল হয়। এ দিন ভারত সুযোগ নষ্টের খেসারত দিয়েছে। শুরুতে সুযোগ পেয়েছিলেন ভারতের নীলকান্ত শর্মা এবং মনদীপ সিং। তবে তাঁরা সুযোগ কাজে লাগাতে পারেননি। ১৩ মিনিটের মাথায় একটি পেনাল্টি কর্নার পায় ভারত। হরমনপ্রীত সিংয়ের ফ্লিক বাঁচিয়ে দেন নিউজিল্যান্ডের গোলকিপার।

৩৮ মিনিটে পেনাল্টি কর্নার পায় ভারত। যা থেকে গোল করতে ব্যর্থ হয় দল। ৪০ মিনিটে বরুণ কুমার পেনাল্টি কর্নার থেকে গোল করতে সক্ষম হন। ৩-১ গোলে এগিয়ে যায় ভারত। ৪৩ মিনিটে ভারতীয় রক্ষণের ভুলে পেনাল্টি কর্নার পায় নিউজিল্যান্ড। কেন রাসেল পেনাল্টি কর্নারে গোল করতে সফল হন। শেষের দিকে ভারতীয় রক্ষণের দুর্বলতার সুযোগে আরও একটা গোল দেয় নিউজিল্যান্ড। ম্যাচ গড়ায় শুটআউটে।

আরও পড়ুন

নির্ধারিত সময়ে গোল করেন ভারতের ললিত উপাধ্যায়, সুখজিৎ সিং এবং বরুণ কুমার। অন্যদিকে নিউজিল্যান্ডের গোলদাতারা হলেন স্যাম লেন, কেন রাসেল ও শন ফিন্ডলে। ভারতীয় দল লিগ পর্বে গ্রুপ-ডি-তে দ্বিতীয় স্থানে ছিল। যে কারণে ক্রসওভার ম্যাচ খেলতে হয়েছিল। দুটি জয় ও একটি ড্র করে তিনটি ম্যাচে ভারতের ৭ পয়েন্ট ছিল। সমসংখ্যক পয়েন্ট ছিল ইংল্যান্ডেরও। গোলের গড়ে ভারতকে পিছনে ফেলে সরাসরি কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেন ইংরেজরা। কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ড মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন বেলজিয়াম।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement