Advertisement

How To Watch Asia Cup and World Cup Free: IPL-এর মতোই ফ্রি-তে দেখা যাবে এশিয়া কাপ ও বিশ্বকাপ, কীভাবে?

এশিয়া কাপ (Asia Cup 2023) কোথায় অনুষ্ঠিত হবে তা এখনও ঠিক হয়নি। তবুও তার মধ্যেই বড় খবর জানালো ডিজনি প্লাস হটস্টার। এশিয়া কাপ সম্প্রচারের দায়িত্বে থাকা এই সংস্থা জানিয়ে দিন, ডিজনি প্লাস হটস্টারে বিনামূল্যে দেখা যাবে এশিয়া কাপ।

টিম ইন্ডিয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Jun 2023,
  • अपडेटेड 2:10 PM IST

এশিয়া কাপ (Asia Cup 2023) কোথায় অনুষ্ঠিত হবে তা এখনও ঠিক হয়নি। তবুও তার মধ্যেই বড় খবর জানালো ডিজনি প্লাস হটস্টার। এশিয়া কাপ সম্প্রচারের দায়িত্বে থাকা এই সংস্থা জানিয়ে দিন, ডিজনি প্লাস হটস্টারে বিনামূল্যে দেখা যাবে এশিয়া কাপ।


শুধুমাত্র এশিয়া কাপ নয়, বিশ্বকাপও (ICC World Cup 2023) দেখা যাবে বিনামূল্যেই। এমনটাও জানা গিয়েছে। এই বছরের একেবারে শেষদিকে ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ক্রিকেট। আর সেই বিশ্বকাপের সব ম্যাচও দেখা যাবে হটস্টারে। সাবক্রিপশন ছাড়াই। গত বছরের একেবারে শেষদিকে বিশ্বকাপ ফুটবল ও তারপর সদ্য সমাপ্ত আইপিএল ফ্রিতে দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছিল জিও সিনেমা। হটস্টারও এবার সেই পথেই হাঁটতে চলেছে বলে জানা যাচ্ছে। ডিজনি+হটস্টার-এর প্রধান সজিথ শিবানন্দন এক সাক্ষাৎকারে বলেন, ‘ডিজনি+হটস্টার ভারতে বেশ জনপ্রিয়। দর্শকদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য আমরা এশিয়া কাপ এবং আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপকে আরও বৃহত্তর দর্শকদের জন্য ফ্রিতে দেখানোর ব্যবস্থা করেছি।‘  


আইপিএল-এর ফাইনালে রেকর্ড সংখ্যক দর্শক জিও সিনেমার পর্দায় চোখ রেখেছিলেন। রিলায়েন্সের Viacom18 ২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত প্রায় ২.৯ বিলিয়ন মার্কিন ডলারে আইপিএল ডিজিটাল স্ট্রিমিং রাইটস জিতে নেয়, এই রাইটস এর আগে ডিজনি প্লাস হটস্টারের কাছে ছিল। সেই জন্যই এবার ভারতের বাজার ধরতে ফ্রিতে এশিয়া কাপ ও বিশ্বকাপ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ডিজনি প্লাস হটস্টার। 

এখনও অবধি এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে কিছুই জানা যায়নি। পাকিস্তান প্রাথমিকভাবে আয়োজনের দায়িত্ব পেলেও ভারতীয় দল পাকিস্তানে খেলতে যেতে রাজি নয়। ফলে অন্য কোনও দেশে এশিয়া কাপ আয়োজন হোক এমনটাই চাইছে ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড। প্সাকিস্তান বোর্ডের প্রস্তাব ছিল, পারস্পারিক সম্পর্কের কথা মাথায় রেখে ভারত যদি পাকিস্তানে খেলতে না চায় তবে হাইব্রিড মডেল ব্যবহার করা হোক।

Advertisement

অর্থাৎ রোহিত শর্মাদের ম্যাচগুলি অন্য কোনও দেশে খেলানো হোক। যদিও সেই প্রস্তাবে সায় দেয়নি বিসিসিআই। যার জেরে সমস্যায় এশিয়া কাপ। বিশ্বকাপের আগে ৫০ ওভারের এই টুর্নামেন্ট এশিয়ার সমস্ত দলের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। তবে তা যদি না হয় তা হলে সমস্যা বাড়বে।  
  
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement