রবিবারের রাত হতে চলেছে সুপার সানডে। একদিকে যেমন টেস্ট সিরিজে ভারতীয় ক্রিকেট দল খেলছে ইংল্যান্ডের বিরুদ্ধে, তেমনই রয়েছে উইম্বলডনের (Wimbledon) ফাইনাল ও ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ফাইনালও। ফলে রবিবারের রাত রঙিন হতে চলেছে ক্রিকেটপ্রেমীদের জন্য। এখন প্রশ্ন হল কোন ম্যাচ কখন কীভাবে দেখবেন?
উইম্বলডন ফাইনাল
মুখোমুখি হবেন দুই তারকা। ফরাসি ওপেনের ফাইনালে কার্লোস আলকারাজের (Carlos Alcaraz) কাছে হেরে গিয়েছিলেন জান্নিক সিনার (Jannik Sinner)। এবার উইম্বলডন ফাইনালে ইতালিয়ানের সামনে সুযোগ ফরাসি ওপেনের বদলা নেওয়ার। তবে মনে রাখতে হবে, নোভাক জোকোভিচকে দাপটের সঙ্গে হারিয়েই স্প্যানিশ তারকা আলকারাজ ফাইনালে উঠে এসেছেন। ফলে বদলা নেওয়া খুব একটা সহজ হবে না সিনারের পক্ষে।
কীভাবে দেখবেন এই ম্যাচ?
এই ম্যাচ টিভিতে দেখতে পাবেন স্টার স্পোর্টসে। লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন জিও হটস্টার অ্যাপে। রাত সাড়ে আটটা থেকে শুরু হবে এই ম্যাচ। তবে এই ম্যাচ ফ্রিতে দেখা যাবে না। সাবস্ক্রাইব করতে হবে জিও হটস্টার।
ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ফাইনাল
দারুণ ছন্দে রয়েছে পিএসজি (PSG)। কিছুদিন আগেই তারা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) ফাইনালে ৫-০ গোলে হারিয়ে দিয়েছে ইন্টার মিলানকে (Inter Milan)। ইউরোপ সেরা হওয়ার পরে তাদের সামনে বিশ্ব সেরা হওয়ার হাতছানি। চেলসিকে (Chelsea vs PSG) হারাতে পারলেই সেই স্বপ্নও পূরণ হয়ে যাবে মার্কুইনসদের। চেলসিও (Chelsea) দারুণ ছন্দে তারা একের পর এক ম্যাচ জিতে ফাইনাল পৌঁছে গিয়েছে। ফলে তাদেরকেও হাল্কাভাবে নেওয়ার কোনও জায়গাই নেই।
কীভাবে দেখবেন এই ম্যাচ?
ক্লাব বিশ্বকাপের ম্যাচ টিভিতে কোনও চ্যানেলে দেখার সুযোগ নেই। তবে লাইভ স্ট্রিমিং দেখতে পারেন ডাজেন (Dazn.com) ওয়েবসাইটে। সবচেয়ে বড় কথা হল, এই ম্যাচ দেখতে পারবেন একদম ফ্রিতে। ফলে ক্লাব বিশ্বকাপ দেখার মজা অনেকটাই বেড়ে যাবে। এই ফাইনাল ম্যাচ শুরু হবে রাত সাড়ে ১২টা থেকে।