দ্বিতীয় ডিভিশন আই লিগে (I League 2nd Division) জয় পেল ইস্টবেঙ্গল (East Bengal)। লাল-হলুদের রিজার্ভ দল রবিবার নৈহাটি স্টেডিয়ামে হোম ম্যাচে বালাঘাটের দ্য ডায়মন্ড রক এফসি-কে ৫-০ উড়িয়ে দিয়েছে তারা। দলের হয়ে দুটি গোল করেন ওয়াহেংবাম আঙ্গুসানা। ২৫ মিনিটে প্রথম গোল করেন তিনি।
সিনিয়র দলের আরও এক ফুটবলার গোল পেয়েছেন এ দিন। অমরজিৎ সিং কিয়াম ৩৭ মিনিটে লাল-হলুদের হয়ে ব্যবধান বাড়ান। প্রথমার্ধ শেষে ৩-০ ছিল খেলার ফল। দ্য ডায়মন্ড রক এফসি-র তালিব গুলজার হাফ টাইমে একটি আত্মঘাতী গোল করেন। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণে আসতে থাকে ইস্টবেঙ্গল। ৫৫ মিনিটে ফের গোল করেন অমরজিৎ সিং কিয়াম। ৭৬ মিনিটে কফিনে শেষ পেরেক পোঁতেন বিবেক সিং। জেতার পরেও ইস্টবেঙ্গলের চিন্তা গোলরক্ষক মুহম্মদ নিশাদের চোট নিয়ে। ম্যাচের ১৩তম মিনিটে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান। তাঁর জায়গায় দলে আসেন সূর্যস জয়সওয়াল। পরের ম্যাচ ২৯ এপ্রিল শিলং লাজং-এর বিরুদ্ধে। দ্বিতীয় ডিভিশনে দারুণ জায়গা থেকে শুরু করল ইস্টবেঙ্গল। অ্যাওয়ে ম্যাচ খেলতে শিলং যাবে ইস্টবেঙ্গলের রিজার্ভ দল।
এখনও সিনিয়র দলের কোচের নাম চূড়ান্ত করতে পারলেন না ইস্টবেঙ্গল কর্তারা। সের্জিও লোবেরা হাতছাড়া হওয়ার পরে ইস্টবেঙ্গলের লক্ষ্য কার্লোস কুয়াদ্রাতের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করে ফেলা। তবে সে বিষয় এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। কোচের নাম চূড়ান্ত না হওয়ায় কোনও ফুটবলারকেও সই করাতে পারছে না ইস্টবেঙ্গল। ফলে কথা এগোলেও মাঝপথে তা থমকে যাচ্ছে। যেই কোচ হয়ে আসুন তাঁকেও দ্রুত খেলোয়াড়দের দ্রুত সই করাতে হবে।
ইস্টবেঙ্গল কর্তারা চাইছেন দ্রুত কোচ নিয়োগ করে ট্রান্সফার মার্কেটে ঝাঁপাতে। নয়ত ভালো ফুটবলার পেতে সমস্যা হয়ে জেতে পারে ইস্টবেঙ্গলের। আর সেই জন্যই কোচ নিয়োগ হওয়া খুবই জরুরী। শুধু ভারতীয় ফুটবলার নন, বিদেশি ফুটবলারদেরও সই করাতে হবে। শুধুমাত্র ক্লেইটন সিলভার সঙ্গে চুক্তি বাড়িয়েছে ইস্টবেঙ্গল। যদিও এখনও চুক্তি রয়েছেন ইভান গঞ্জালেজের। তবে তাঁকে এই মরশুমে দলে রাখা হবে কিনা তা ঠিক করবেন কোচ।