ধোপে টিকল না পাকিস্তানের (Pakistan Cricket Board) দাবি। সূত্রের খবর, আইসিসি-ও (ICC) জানিয়ে দিয়েছে হাইব্রিড মডেলেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) হাইব্রিড মডেলেই হবে। আর তাতে যদি পাকিস্তান রাজি না হয়, তবে এই টুর্নামেন্ট অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে।
কোথায় হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি তা নিয়ে জটিলতার কারণে সময়সূচী এখনও ঘোষণা করা হয়নি। ২৯ নভেম্বর, আইসিসি (ICC) পিসিবি এবং বিসিসিআইয়ের (BCCI) সঙ্গে একটি বৈঠক করেছিল যেখানে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট পরিচালনা করার বিষয়ে ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করা হলেও, তা ব্যর্থ হয়। এখন এমন খবর আসছে যে পিসিবিকে জবাব দিয়ে দিয়েছে আইসিসি।
সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, আইসিসি স্পষ্টভাবে পিসিবিকে বলেছে যে, হয় হাইব্রিড মডেলেই টুর্নামেন্ট করতে হবে, নয়ত পাকিস্তানকে ছাড়াই আইসিসি এখন চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ আয়োজন করবে।
আইসিসির সূত্রের খবর, পাকিস্তান যদি হাইব্রিড মডেলে রাজি না হয় তবে অন্য কোনও দেশে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরশাহীতে এই টুর্নামেন্ট হতে পারে। এবং মনে করা হচ্ছে যদি তেমনটা হয় তাহলে পাকিস্তান ছাড়াই হয়তো এই টুর্নামেন্ট হবে। এখন সকলের নজর ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে চলা আইসিসির বৈঠকের দিকে, যাতে বড় কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড আগেই আইসিসি-কে জানিয়ে দিয়েছে হাইব্রিড মডেলে তারা চ্য়াম্পিয়স ট্রফি আয়োজন করবে না। পিসিবি-র তরফ থেকে নাকি বলা হয়েছিল যে যদি ভারত পাকিস্তানে না যায় তাহলে তারা অন্য কোথাও এই টুর্নামেন্টের আয়োজন করবে না। আইসিসি তাদের উপর চাপ দিলে চ্যাম্পিয়নস ট্রফি তারা আয়োজন করবে না এবং খেলবেও না। এবার আইসিস-র সিদ্ধান্তের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার।