Advertisement

ICC World Cup Tickets: ৩৮ মিনিটে শেষ BAN vs PAK ম্যাচের টিকিট, ইডেনে বিশ্বকাপ ম্যাচ ঘিরে উন্মাদনা

৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ (ICC World Cup 2023)। ভারতে অনুষ্ঠিত হতে চলা এই বিশ্বকাপের পাঁচটি ম্যাচ পেয়েছে ইডেন গার্ডেন্স (Eden Gardens)। সেই ম্যাচগুলির টিকিট পাওয়া নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছি উন্মাদনা। তবে টিকিট বিক্রি শুরু হতেই, ওয়েবসাইট ক্র্যাশ করে যায়।

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ, ইডেন গার্ডেন্স
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Aug 2023,
  • अपडेटेड 2:10 PM IST

৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ (ICC World Cup 2023)। ভারতে অনুষ্ঠিত হতে চলা এই বিশ্বকাপের পাঁচটি ম্যাচ পেয়েছে ইডেন গার্ডেন্স (Eden Gardens)। সেই ম্যাচগুলির টিকিট পাওয়া নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছি উন্মাদনা। তবে টিকিট বিক্রি শুরু হতেই, ওয়েবসাইট ক্র্যাশ করে যায়।


শুক্রবার, প্রথম দিনে ভারত ছাড়া অন্য দলের ওয়ার্ম-আপ এবং মূলপর্বের ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়। রাত আটটায় নির্ধারিত সংস্থার ওয়েবসাইট খোলা মাত্রই তা ‘ক্র্যাশ’ করে যায়। প্রায় মিনিট চল্লিশ পরে ফের খোলে। কিন্তু কিছু সময়ের মধ্যেই ইডেনে অনুষ্ঠেয় পাকিস্তান ইংল্যান্ড ম্যাচের টিকিট ‘সোল্ড আউট’। এই ম্যাচটি হবে ১১ নভেম্বর। এছাড়া পাকিস্তান বাংলাদেশ ম্যাচও রয়েছে কলকাতায়। তাছাড়া হবে ভারত-দক্ষিণ আফ্রিকা মেগা লড়াই। রয়েছে সেমিফাইনাল ম্যাচও। বিশ্বকাপের মোট পাঁচটি ম্যাচ পেয়েছে সিএবি। অধিকাংশ ক্ষেত্রেই টিকিটের বিপুল চাহিদা থাকবে বলে মনে করা হচ্ছে। 


মাত্র ৩৮ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচের টিকিট। উৎসবের আবহে এই ম্যাচ ঘিরেও যে উন্মাদনা দেখা যাচ্ছে, তাতে সহজেই বোঝা যাচ্ছে, ভারতের ম্যাচগুলির টিকিটের চাহিদা কেমন হতে পারে।

 
সিএবি’র এক কর্তা বললেন, ‘ইডেনে দর্শকাসন ৬৭ হাজার। তার মধ্যে ২৬ হাজার মেম্বার্স টিকিট রয়েছে। তাছাড়া সেনাবাহিনী, পুলিস, দমকল, আইসিসি, বিসিসিআইকেও টিকিট দিতে হবে। অন-লাইনে টিকিট পাওয়ার সম্ভাবনা কম।’ 


ভারতীয় দল বিশ্বকাপের আগে এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কা যাবে। এরপর ভারতের মাটিতে খেলতে আসবে অস্ট্রেলিয়া। এই দুই সিরিজ শেষ হওয়ার পর, বিশ্বকাপ অভিযান শুরু করবেন রোহিত শর্মারা। ২২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। তিন ম্যাচের এই সিরিজ শেষ হবে ২৭ সেপ্টেম্বর। বিশ্বকাপের আগে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। ৮ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ১৪ অক্টোবর ভারত-পাক মহারণ। ম্যাচটি খেলা হবে আমেদাবাদে।   
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement