ICC Rankings: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) আজ অর্থাত্ বুধবার ODI র্যাঙ্কিং জারি করল। দেখা যাচ্ছে, ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি র্যাঙ্কিংয়ে ২ নম্বর স্থানে উঠে এসেছেন। এক নম্বরে এবারও পাক ব্যাটসম্যান বাবর আজম।
প্রথম ৩-এ দুই ভারতীয়
ICC র্যাঙ্কিংয়ে প্রথম তিনে রয়েছেন দুই ভারতীয় ব্যাটসম্যান। ২ নম্বরে বিরাট কোহলি, ৩ নম্বরে রয়েছেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চোটের কারণে খেলেননি রোহিত। ওই সিরিজে দুটি হাফ সেঞ্চুরি করেছেন বিরাট, ফলে র্যাঙ্কিংয়েও উঠে এসেছেন।
বোলারদের মধ্যে প্রথম দশে বুমরাহ
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে বিরাট ৩টি একদিনের ম্যাচে ২টি হাফ সেঞ্চুরি করেছেন। মোট রান ১১৬। গড় ৩৮.৬৬। আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী, বাবর আজমের রেটিং ৮৭৩, বিরাটের ৮৩৬ ও রোহিত শর্মার ৮০১। বোলারদের র্যাঙ্কিংয়ে একমাত্র যশপ্রীত বুমরাই একমাত্র ভারতীয় হিসেবে প্রথম দশে রয়েছেন। অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে প্রথম দশের তালিকায় নেই কোনও ভারতীয়।
রোহিত শর্মা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে খেলেননি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে রোহিত থাকবেন দলে। এটাই সুযোগ তাঁর রেটিং বাড়িয়ে নেওয়ার।