Advertisement

ICC Ranking: ICC র‌্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন... গিলকে সরিয়ে ২ নম্বরে রোহিত, শীর্ষে কে?

আইসিসি (ICC) ওডিআই র‍্যাঙ্কিং-এ (ODI Ranking) ভারতীয়দের (Indian Cricket Team) জয়জয়কার। দুই নম্বরে উঠে এসেছেন ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। তিন নম্বরে আছেন শুভমন গিল (Shubman Gill)। আর চার নম্বরে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। ওয়ানডেতে ব্যাটারদের তালিকায় শীর্ষে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তবে তার থেকে কিছুটা পিছিয়ে রোহিত শর্মা। রোহিতের রেটিং পয়েন্ট ৭৬৫। অন্যদিকে বাবর আজমের ৮২৪ রেটিং পয়েন্ট। 

রোহিত শর্মা এবং শুভমান গিল। (@AFP)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Aug 2024,
  • अपडेटेड 4:15 PM IST

আইসিসি (ICC) ওডিআই র‍্যাঙ্কিং-এ (ODI Ranking) ভারতীয়দের (Indian Cricket Team) জয়জয়কার। দুই নম্বরে উঠে এসেছেন ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। তিন নম্বরে আছেন শুভমন গিল (Shubman Gill)। আর চার নম্বরে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। ওয়ানডেতে ব্যাটারদের তালিকায় শীর্ষে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তবে তার থেকে কিছুটা পিছিয়ে রোহিত শর্মা। রোহিতের রেটিং পয়েন্ট ৭৬৫। অন্যদিকে বাবর আজমের ৮২৪ রেটিং পয়েন্ট। 
শ্রীলঙ্কা সিরিজে ফর্মে ছিলেন না রোহিত-বিরাট

শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ১৫৭ রান করেন রোহিত। তিনটি ম্যাচে মাত্র ৫৮ রান করেন বিরাট কোহলি। তবে নিশ্চিত ভাবেই ভারতের তারকা ব্যাটার খুশি হবেন না এই ফর্ম নিয়ে। শ্রীলঙ্কার মাটিতে চ্যালেঞ্জিং কন্ডিশনে লড়াই করেছেন গিল। তৃতীয় ওয়ানডেতে ৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। এই সিরিজে ১০১ রান করে অষ্টম স্থানে উঠে এসেছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান পথুম নিসঙ্কাও। কুসল মেন্ডিস (৩৯তম) এবং আভিশকা ফার্নান্দোরও (৪৪তম) র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। 
 

শীর্ষে মহারাজ
কুলদীপ যাদব ওডিআইতে ভারতের সেরা বোলার। কেশব মহারাজ, জোশ হ্যাজেলউড এবং অ্যাডাম জাম্পার নিচে র‌্যাঙ্কিংয়ে ৪ নম্বরে রয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে, বাঁহাতি রিস্ট স্পিনার তিনটি ম্যাচে ৩.৪০ ইকোনমি রেটে চারটি উইকেট নিয়েছিলেন। জসপ্রিত বুমরা শ্রীলঙ্কার বিপক্ষে খেলেননি, কিন্তু তার 8 নম্বর স্লট ধরে রেখেছেন। অন্যদিকে, স্পিডস্টওয়ে মহম্মদ সিরাজ পাঁচ ধাপ নেমে ১০ নম্বরে রয়েছেন। তৃতীয় ওয়ানডেতে ডুনিথ ওয়েললাগে পাঁচ উইকেট নিয়েছিলেন যা তাকে র‌্যাঙ্কিংয়ে ৫৯ নম্বরে নিয়ে যায়।

অন্যদিকে নেদারল্যান্ডসের আক্রমণাত্মক ওপেনার ম্যাক্স ও 'ডাউড (৫৪তম) এবং আমেরিকার মোনাঙ্ক প্যাটেল (৫৬তম) অনেকটা উঠে এসেছেন। ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ে আমেরিকার নস্টুশ কেনজিগে (৪৯তম) এবং শ্রীলঙ্কার স্পিনার দুনিথ ভেলালেজ (৫৯তম)। বোলারদের র‍্যাঙ্কিংয়ে কেশব মহারাজ প্রথম, জোশ হ্যাজেলউড দ্বিতীয় এবং অ্যাডাম জাম্পা তৃতীয়। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement