আইসিসি র্যাঙ্কিংয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং তারকা ব্যাটার বিরাট কোহলি প্রত্যেকেই এক ধাপ নীচে নেমে গিয়েছেন। যেখানে পেসার জাসপ্রীত বুমরা বুধবার আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান হারিয়েছেন।
আইসিসি বুধবার ওডিআই র্যাঙ্কিং প্রকাশ করেছে। ভারতের প্লেয়িং ইলেভেনে বুমরার অনুপস্থিতি নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ট্রেন্ট বোল্টকে বোলারদের তালিকার শীর্ষে নিয়ে গিয়েছে। ভারতীয় জুটি বিরাট কোহলি চতুর্থ এবং রোহিত শর্মা পঞ্চম স্থানে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক ষষ্ঠ স্থানে রয়েছেন। ভারতের স্পিনার যুজবেন্দ্র চাহাল বোলারদের র্যাঙ্কিংয়ে চার ধাপ উপরে উঠে ১৬ তম স্থানে এসেছেন। হার্দিক পান্ডিয়া অলরাউন্ডারদের তালিকায় ১৩ ধাপ উপরে উঠে অষ্টম স্থানে চলে এসেছেন।
আরও পড়ুন: অনুষ্কা-ভামিকাকে নিয়ে প্যারিসে কেমন ছুটি কাটাচ্ছেন বিরাট? দেখুন
চাহাল ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে সাত উইকেট তুলে নিয়েছিলেন। অন্যদিকে পান্ডিয়া ব্যাট ও বলে নিজের পুরনো ছন্দে ফিরেছেন। আইপিএল থেকেই দারুণ ছন্দে হার্দিক। ছয়টি ম্যাচে মোট ১০০ রান করেন তিনি। ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস চারটি ধাপ নেমে গিয়েছেন। অলরাউন্ডারদের তালিকায় ১১ তম স্থানে রয়েছেন তিনি। তাঁর সতীর্থ ক্রিস ওকস ভারতের বিরুদ্ধে সিরিজে ছিলেন না। অলরাউন্ডারদের তালিকায় দুই ধাপ নেমে গিয়েছেন তিনি।
আরও পড়ুন: পন্ত-শিখরদের সঙ্গে পাল্লা, Reel বানাচ্ছেন রাহুল দ্রাবিড়ও
প্রতিভাবান ভারতের বাঁ-হাতি উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্ত ইংল্যান্ড সফরের শেষ ম্যাচে দুর্দান্ত অপরাজিত ১২৫ রান করেছিলেন। ব্যাটসম্যানদের তালিকায় ২৫ ধাপ উপরে উঠে সামগ্রিক ভাবে ৫২ তম স্থানে রয়েছেন। পান্ডিয়া দুর্দান্ত সিরিজের পরে আট ধাপ উপরে উঠে ৪২ নম্বরে পৌঁছে গিয়েছেন।