Advertisement

T20 World Cup 2021 Fixture: ২৪ অক্টোবর ভারত VS পাকিস্তান! সূচি প্রকাশ ICC-র

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) মঙ্গলবার সকালেই টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup 2021 Fixture) ফিক্সচার ঘোষণা করেছে, যা সংযুক্ত আরব আমিরশাহীতে ও ওমানে ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ভারত বনাম পাকিস্তান ম্যাচের এক ঝলক। ফাইল ছবি। এএফফির ছবি।ভারত বনাম পাকিস্তান ম্যাচের এক ঝলক। ফাইল ছবি। এএফফির ছবি।
Aajtak Bangla
  • দুবাই,
  • 17 Aug 2021,
  • अपडेटेड 12:50 PM IST
  • পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত
  • ২৪ অক্টোবর ভারত-পাক দ্বৈরথ
  • দেখে নিন বিশ্বকাপের সূচি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) মঙ্গলবার সকালেই টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup 2021 Fixture) ফিক্সচার ঘোষণা করেছে, যা সংযুক্ত আরব আমিরশাহীতে ও ওমানে ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ৮ টি দল যোগ্যতা রাউন্ডে অংশগ্রহণ করবে, যেখান থেকে ৪ টি সুপার ১২ পর্যায়ে যাবে। সুপার ১২ শুরু হবে ২৩ অক্টোবর থেকে। আর সুপার ১২ শুরু হওয়ার দ্বিতীয় দিনের মাথায় মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। টি২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ এবার হতে চলেছে ২৪ অক্টোবর।

বহুল প্রত্যাশিত ভারত বনাম পাকিস্তান সংঘর্ষ, ২৪ অক্টোবর দুবাইতে এই ম্যাচ হবে। ভারত এবং তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান উভয়কেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২ পর্বের গ্রুপ ২-এ রয়েছে। টিমের ড্র-তে তারা গ্রুপ ২য়ে অবস্থান করছে। যেখানে আফগানিস্তান এবং নিউজিল্যান্ডকে অন্য দুটি দলও রয়েছে।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল খেলবে দুবাইতে। ২৪ অক্টোবরের পরে টি২০ বিশ্বকাপে ভারতের ম্যাচ রয়েছে ৩১ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এই ম্যাচও দুবাইয়ের মাঠেই হবে। তারপরের ম্যাচ ৩ নভেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে। তারপর কোয়ালিফাই করা দলের মধ্যে ৫ নভেম্বর খেলবে ভারত। আফগানদের বিরুদ্ধে আবুধাবিতে খেলবে ভারত ও গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ বিরাটরা খেলবেন দুবাইতেই। নভেম্বরের ৮ তারিখে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ খেলবে ভারত কোয়লিফাই করা দলের বিরুদ্ধে।

আরও পড়ুন

 


টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে ১০ ও ১১ নভেম্বর। তারপর দুদিনের ব্যবধানে অনুষ্ঠিত হবে ফাইনাল ১৪ অক্টোবর।

 

ছবি ও গ্র্যাফিক্স সৌজন্য- আইসিসি

Read more!
Advertisement
Advertisement