Advertisement

ICC T20 World Cup 2024 India vs Ireland: বিশ্বকাপের প্রথম ম্যাচে নেই জয়সওয়াল, রোহিতের সঙ্গে ওপেনে বিরাট?

টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) প্রথম ম্যাচে দলে নেই যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তবে কি ওপেন করতে চলেছেন বিরাট কোহলি (Virat Kohli)? সেই প্রশ্নের উত্তর এখনই দেওয়া সম্ভব নয়। কারণ, বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে ওপেন করতে দেখা গিয়েছিল সঞ্জু স্যামসনকে (Sanju Samson)। সেই ম্যাচেও খেলেননি জয়সওয়াল। তবে আয়ারল্যান্ডের (India vs Ireland) বিরুদ্ধে ম্যাচে সঞ্জুও না থাকায় মনে করা হচ্ছে রোহিতের সঙ্গে ওপেন করতে নামতে পারেন বিরাট।

রোহিত শর্মা এবং বিরাট কোহলি
Aajtak Bangla
  • নিউইয়র্ক,
  • 05 Jun 2024,
  • अपडेटेड 8:40 PM IST

টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) প্রথম ম্যাচে দলে নেই যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তবে কি ওপেন করতে চলেছেন বিরাট কোহলি (Virat Kohli)? সেই প্রশ্নের উত্তর এখনই দেওয়া সম্ভব নয়। কারণ, বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে ওপেন করতে দেখা গিয়েছিল সঞ্জু স্যামসনকে (Sanju Samson)। সেই ম্যাচেও খেলেননি জয়সওয়াল। তবে আয়ারল্যান্ডের (India vs Ireland) বিরুদ্ধে ম্যাচে সঞ্জুও না থাকায় মনে করা হচ্ছে রোহিতের সঙ্গে ওপেন করতে নামতে পারেন বিরাট।

এবারের আইপিএল-এ ওপেন করতে নেমে দারুণ খেলেছেন বিরাট। তিনিই এবারের আইপিএল-এ সর্বোচ্চ রান সংগ্রাহক। তাই তাঁকে ওপেন করতে নামাতেই পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পর ভারতীয় দল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। তার আগে বিরাট কোহলি ভারতীয় দলের জার্সিতেও রানে ফিরতে পারেন সেদিকে নজর দিতেই কি তাঁকে ওপেন করতে পাঠাচ্ছে টিম ম্যানেজমেন্ট? তা এখনও পরিস্কার নয়। তবে বিরাট ওপেন করতে নেমে রান পেলে তাতে টিম ইন্ডিয়ার দারুণ সুবিধা হবে। কারণ এবারের টি২০ বিশ্বকাপে কেএল রাহুল নেই। নেই শুভমন গিলও। নিয়মিত ওপেনার মধ্যে রয়েছেন একমাত্র জয়সওয়াল।      

আয়ারল্যআন্ডের বিরুদ্ধে ম্যাচে দলে জায়গা পাননি চায়নাম্যান বোলার কুলদীপ যাদবও। তিন পেসার ও দুই স্পিনারকে নিয়ে দল সাজিয়েছে ভারত। দলে রয়েছেন আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা। দুই স্পিন অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা। 

ভারতের প্লেয়িং-১১: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, জাসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

আয়ারল্যান্ডের প্লেয়িং-১১: অ্যান্ড্রু বালবির্নি, পল স্টার্লিং (অধিনায়ক), লরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, জোশুয়া লিটল, বেন হোয়াইট।

Advertisement

2024 সালের T20 বিশ্বকাপে, ভারতীয় দলকে আয়ারল্যান্ড, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার সঙ্গে গ্রুপ এ-তে রাখা হয়েছে। ভারতীয় দলের প্রথম তিনটি গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হবে নিউইয়র্কে। ভারতীয় দল তাদের তৃতীয় গ্রুপ ম্যাচ খেলবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ১২ জুন। ফ্লোরিডায় ১৫ জুন কানাডার বিরুদ্ধে ভারতের শেষ গ্রুপ ম্যাচ খেলতে নামবে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement