Advertisement

India vs USA: নিউইয়র্কে ফের ব্যর্থ বিরাট, গোল্ডেন ডাক করে গড়লেন লজ্জার রেকর্ড

নিউইয়র্কে ফের ব্যর্থ হলেন বিরাট কোহলি (Virat Kohli)। আয়ারল্যান্ড, পাকিস্তান ম্যাচের পোর এবার আমেরিকার (India vs USA) বিরুদ্ধেও ০ রানে আউট বিরাট কোহলি। আমেরিকার বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল (Team India)। ১১০ রানে শেষ হয়ে যায় আমেরিকার ইনিংস।

বিরাট কোহলি
Aajtak Bangla
  • নিউইয়র্ক,
  • 12 Jun 2024,
  • अपडेटेड 11:08 PM IST

নিউইয়র্কে ফের ব্যর্থ হলেন বিরাট কোহলি (Virat Kohli)। আয়ারল্যান্ড, পাকিস্তান ম্যাচের পোর এবার আমেরিকার (India vs USA) বিরুদ্ধেও ০ রানে আউট বিরাট কোহলি। আমেরিকার বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল (Team India)। ১১০ রানে শেষ হয়ে যায় আমেরিকার ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে আমেরিকার মতোই অবস্থাই হয় ভারতের। বিশ্বকাপের মঞ্চে রেকর্ড গড়লেন আমেরিকার সৌরভ নেত্রভালকর। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বার গোল্ডেন ডাক বিরাট কোহলি। নিউ ইয়র্কে এই নিয়ে লিগ পর্বের তৃতীয় ম্যাচ খেলছে ভারত। তৃতীয় ম্যাচেও পিচের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেননি বিরাট কোহলি।

প্রথম দু-ম্যাচের মতো এদিনও রোহিতের (Rohit Sharma) ওপেনিং সঙ্গী হন বিরাট কোহলি। রান তাড়ায় প্রথম ওভারেই ধাক্কা খায় ভারত। প্রথম বলেই সিঙ্গল নিয়ে বিরাটকে স্ট্রাইক দেন রোহিত শর্মা। এরপরই আউট হন কোহলি। বাঁ হাতি পেসারদের বিরুদ্ধে ভারতের সমস্যা অনেক দিনের। সৌরভের ডেলিভারি ভেতরে আসবে, এমনটাই আশা করেছিলেন বিরাট। তা ভেবেই কভার ড্রাইভ খেলতে যান। যদিও বাঁ হাতি পেসারের ডেলিভারি অ্যাঙ্গেলে বাইরে যাচ্ছিল। ব্যাটের কানায় লেগে কিপারের হাতে ধরা পড়েন বিরাট।

এর আগে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে দারুণ কভার ড্রাইভ খেলে ইনিংস শুরু করলেও, তা এগিয়ে যেতে পারেননি বিরাট। এদিন প্রথম বলেই আউট হন তিনি। আইপিএল-এ দারুণ ধারাবাহিকতা দেখালেও, আমেরিকায় টি২০ বিশ্বকাপে একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি বিরাট-রোহিত জুটি। এটাই ভারতীয় দলের নিউইয়র্কে খেলা শেষ ম্যাচ। এখাঙ্কার ড্রপ ইন উইকেট নিয়ে অনেক কথা হয়েছে। তবে বিরাট বুধবার যেভাবে আউট হয়েছেন তাতে পিচের দোষ দেওয়া যায় না কোনওভাবেই। 

ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং আর্শদীপ সিং। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement