Advertisement

T20 World Cup 2024 India vs England: প্রতিশোধের আগুনে পুড়ল ইংল্যান্ডও, ফাইনালে দ:আফ্রিকার সামনে ভারত

অপরাজিত থেকেই ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে একপেশে ম্যাচে দাপট দেখিয়েই জয় পেল ভারতীয় দল। ফাইনালে শনিবার তাদের সামনে দক্ষিণ আফ্রিকা। ২০০৭-এর পর ভারতের সামনে আরও একবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। এর আগে কখনও টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ফলে এমন অবস্থায় ভারতের সামনে দারুণ সুযোগ চ্যাম্পিয়ন হওয়ার। 

भारतीय टीम। (@ICC)
Aajtak Bangla
  • গায়ানা,
  • 27 Jun 2024,
  • अपडेटेड 1:30 AM IST

অপরাজিত থেকেই ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে একপেশে ম্যাচে দাপট দেখিয়েই জয় পেল ভারতীয় দল। ফাইনালে শনিবার তাদের সামনে দক্ষিণ আফ্রিকা। ২০০৭-এর পর ভারতের সামনে আরও একবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। এর আগে কখনও টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ফলে এমন অবস্থায় ভারতের সামনে দারুণ সুযোগ চ্যাম্পিয়ন হওয়ার। 

৭২ রানে সাত উইকেট হারাল ইংল্যান্ড

তিন উইকেট কুলদীপের। এবার আউট জর্ডন। মাত্র ৭২ রানে সাত উইকেট হারাল ইংল্যান্ড।

দারুণ বোলিং ভারতীয় স্পিনারদের

আউট হলেন ব্রুক। কুলদীপের বলে রিভার্স স্যুইপ খেলতে গিয়ে বোল্ড ব্রুক। ৬৮ রানে ছয় উইকেট হারাল ইংল্যান্ড

পাওয়ার প্লের আগেই ৩ উইকেট হারাল ইংল্যান্ড

এবার আউট বেয়ারস্টো, ৩৫ রানে ৩ উইকেট হারাল ইংল্যান্ড। 

দুই ওভারে দুই উইকেট পেয়ে  গেল ভারত

বোল্ড হলে ফিল সল্ট, ৩৪ রানে দুই উইকেট হারাল ইংল্যান্ড। 

উইকেট অক্ষরের

আউট হলেন বাটলার।২৬ রানে প্রথম উইকেট হারাল ইংল্যান্ড। 

১৭১ রান করল ভারত
দারুণ ব্যাটিং ভারতের, প্রতিকুল অবস্থায় ১৭২ রানের টার্গেট রাখল ভারতীয় দল। 

ফের ব্যর্থ শিবম

প্রথম বলেই আউট শিবম। দারুণ বোলিং জর্ডনের, ১৪৬ রানেই ৬ উইকেট হারাল ভারত। 

৫ উইকেট হারিয়ে ফেলল ভারত

দারুণ ইনিংস খেলে আউট হার্দিক পান্ডিয়া। ১৪৬ রানে ৫ উইকেট হারাল ভারত। 

আউট সূর্যকুমার

১২৪ রানে ৪ উইকেট হারাল ভারত, ৩৬ বলে ৪৭ রান করে আউট হলেন সূর্যকুমার।  

আদিল রশিদের উইকেট

আউট হলেন রোহিত। ৫৭ রান করে আউট ভারতীয় দলের ক্যাপ্টেন। উইকেট নিলেন আদিল রশিদ। 

Advertisement

হাফ সেঞ্চুরি রোহিতের

দারুণ ছন্দে রোহিত শর্মা। আবারও হাফ সেঞ্চুরি করে ফেললেন রোহিত। ১০০ পের‍িয়ে গেল ভারত। 

১০ ওভার শেষ

১০ ওভারে ২ উইকেটে ৭৭ রান ভারতের, বড় রানের লক্ষ্যে ভারত

৫০ পেরল টিম ইন্ডিয়া

২ উইকেট হারালেও, ৫০ পেরিয়ে গেল  ভারতীয় দল। 

২ উইকেট হারাল ভারত

বিরাটের পর আউট পন্ত। পাওয়ার প্লে তে ২ উইকেট হারাল  ভারত। এবার আউট পন্ত। ৪০ রানে ২ উইকেট হারাল ভারত। 

আউট বিরাট

৯ রান করে টপলের বলে আউট বিরাট। ১৯ রানে ১ উইকেট হারাল ভারত। 

দুই দলই অপরিবর্তিত
ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং এবং জাসপ্রিত বুমরা।
ইংল্যান্ড দল: ফিল সল্ট, জস বাটলার (উইকেটরক্ষক/অধিনায়ক), জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, স্যাম করান, ক্রিস জর্ডান, জোফরা আর্চার, আদিল রশিদ এবং রিস টপলে।

টসে জিতল ইংল্যান্ড

টসে জিতে ভারতের বিরুদ্ধে ফিল্ডিং করার সিদ্ধান্ত ইংল্যান্ডের। ব্যাট করবে ভারতীয় দল। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement