Advertisement

ICC T20 World Cup 2024: ৪ ওভারই মেডেন ওভার, T20 বিশ্বকাপে রেকর্ড ফার্গুসনের

টি২০ বিশ্বকাপে (ICC T20 World Cup 2024) এমন এক রেকর্ড গড়ে ফেললেন গড়লেন নিউজিল্যান্ডের (New Zealand) বোলার লকি ফার্গুসন (Lockie Ferguson), যা ভাঙতে বিরাট বেগ পেতে হবে বোলারদের। তাঁর দল সুপার এইটে যেতে না পারলেও পাপুয়া নিউ গিনির (Papua New Guinea) বিরুদ্ধে গুরুত্বহীন ম্যাচে এই নজির গড়লেন লকি ফার্গুসন। চার ওভার বল করে একটাও রান খাননি এই বোলার, চারটিই মেডেন নেন তিনি। শুধু তাই নয়, তাঁর ঝুলিতে তিন-তিনটি উইকেট। 

lockie fergusonlockie ferguson
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jun 2024,
  • अपडेटेड 9:39 AM IST

টি২০ বিশ্বকাপে (ICC T20 World Cup 2024) এমন এক রেকর্ড গড়ে ফেললেন গড়লেন নিউজিল্যান্ডের (New Zealand) বোলার লকি ফার্গুসন (Lockie Ferguson), যা ভাঙতে বিরাট বেগ পেতে হবে বোলারদের। তাঁর দল সুপার এইটে যেতে না পারলেও পাপুয়া নিউ গিনির (Papua New Guinea) বিরুদ্ধে গুরুত্বহীন ম্যাচে এই নজির গড়লেন লকি ফার্গুসন। চার ওভার বল করে একটাও রান খাননি এই বোলার, চারটিই মেডেন নেন তিনি। শুধু তাই নয়, তাঁর ঝুলিতে তিন-তিনটি উইকেট। 

এর আগে ২০২১ সালের ১৪ নভেম্বর কানাডার সাদ বিন জাফর, পানামার বিরুদ্ধে ৪ ওভার বল করে ৪টিই মেডেন দিয়েছিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন এটিই ছিল সর্বোচ্চ ডট বল করার রেকর্ড। লকি ফার্গুসন নতুন নজির গড়লেন সোমবার। এই ম্যাচের আগে সব চেয়ে বেশি ডট বল করার রেকর্ড এদিন সকালেই গড়েছিলেন বাংলাদেশের তানজিম হাসান শাকিব। নেপালের বিপক্ষে ২১ টি ডট বল করেছিলেন তিনি। সেই রেকর্ড ২৪ ঘন্টার মধ্যেই ভেঙে নতুন নজির গড়ে ফেললেন লকি। পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে ২৪ বলে কোনও রান দুইলেন না তিনি।  

ফার্গুসনকে এদিন খেলতেই পারেননি পাপুয়া নিউ গিনির ব্যাটাররা। তাঁর এই স্বপ্নের স্পেলে তিন-তিনটি উইকেট নেন লকি। আসাদ ভালা, চার্লস আমিনি ও সোপারের উইকেট নেন কিউয়ি বোলার। পঞ্চম ওভারে তাঁর হাতে বল তুলে দেওয়া হয়। তখন টিম সাউদি প্রথম উইকেটটি নেন পাপুয়া নিউ গিনির ইনিংসে।

প্রথম বলেই লকি ফার্গুসন উইকেট পান। আসাদ ভালাকে স্লিপে তালুবন্দি করেন ডারিল মিচেল। পরবর্তী ওভার গুলোয় ফার্গুসন ক্রমাগত লাইন ও লেন্থের পরিবর্তন করে পাপুয়া নিউ গিনির ব্যাটারদের বিব্রত করতে থাকেন। চার্লস আমিনিকে এলবিডব্লিউ করেন লকি। সোপারকে বোল্ড করেন তিনি। অসামান্য এক কীর্তি তৈরি করে গেলেন লকি। স্বাভাবিক ভাবেই এই ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। মাত্র ৭৯ রান তাড়া করতে নেমে ৩ উইকেট হারালেও জিততে সমস্যা হয়নি উইলিয়ামসনদের। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement