এবারের টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) বেশ চাপে পাকিস্তান (Pakistan Cricket Team) দল। আমেরিকা (USA) ও তারপর ভারতের (India vs Pakistan) কাছে হারের পর সুপার এইটে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতীয় দল (Team India) আমেরিকাকে হারিয়ে দেওয়ায় বাবর আজমরা (Babar Azam) কিছুটা স্বস্তি পেলেও, আয়ারল্যান্ডের (Ireland Cricket Team) উপর নির্ভর করে থাকতে হচ্ছে তাদের। আমেরিকাকে আয়ারল্যান্ড হারাতে পারলে আরও কিছুটা বাড়বে তাদের সম্ভাবনা। তারপর ১৬ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে তাদের। তবেই সুপার এইটে জায়গা পাবে পাক দল। এর মধ্যেই আবহাওয়া সাথ দিচ্ছে না তাদের। কারণ, গ্রুপ এ-এর বাকি তিনটি ম্যাচ এখন ফ্লোরিডায় অনুষ্ঠিত হবে, যেখানে ভারী বৃষ্টির ফলে বন্যা হয়েছে। আজকের ম্যাচও যদি বৃষ্টিতে ভেস্তে যায় তা হলে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে পাক দল।
ফ্লোরিডায় গ্রুপ এ থেকে পরবর্তী ম্যাচটি আজ (১৪ জুন) হবে আমেরিকাও আয়ারল্যান্ডের মধ্যে। এর পর পরের দিন অর্থাৎ ১৫ জুন ভারতীয় দল ও কানাডার মধ্যে লড়াই হবে। ইতিমধ্যেই ভারতীয় দল সুপার-৮-এর যোগ্যতা অর্জন করেছে। যেখানে দ্বিতীয় জায়গার জন্য লড়াই করছে আমেরিকা ও পাকিস্তান। পাকিস্তান বা আমেরিকার একটি ম্যাচও বৃষ্টিতে ভেসে গেলে তা বাবর ব্রিগেডের জন্য বিপজ্জনক হবে। আজ (১৪ জুন) ফ্লোরিডায় বৃষ্টির সম্ভাবনা ৯৯ শতাংশ পর্যন্ত। পাশাপাশি ১৫ জুন ভারতের ম্যাচের দিন ৮৬ শতাংশ এবং ১৬ জুন ৮০% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই এখানে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
এখন পাকিস্তানের একমাত্র ভরসা আইসিসি
এখন পাকিস্তানের একটাই আশা, সেটা হল আইসিসি (International Cricket Council)। রিপোর্ট অনুযায়ী, বৃষ্টি ও বন্যার কারণে আইসিসি পাকিস্তান দলের ম্যাচ পরিবর্তন করতে পারে। এর কারণ বন্যার পরিস্থিতি হলে প্লেয়ারদের, ফ্যানদের নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে। পাকিস্তানও চাইবে আমেরিকা-আয়ারল্যান্ড ম্যাচের পাশাপাশি আইসিসি তাদের ম্যাচটির ভেন্যুও বদল করুক। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃত্তি আসেনি।
পাকিস্তান দল কি আজই বিদায় নেবে?
বর্তমানে ভারতীয় দল ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ-এ-এর পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সুপার-৮-এর জন্য যোগ্যতা অর্জন করেছে। যেখানে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা। দুই ম্যাচ জিতেছে তারা। ৩ ম্যাচের মধ্যে ১ জিতে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পাকিস্তান।
আমেরিকা ও আয়ারল্যান্ডের ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে দুই দলই পাবে ১ পয়েন্ট করে। এই অবস্থায়, আমেরিকা দলের ৫ পয়েন্টে থাকবে এবং সুপার-৪-এর জন্য যোগ্যতা অর্জন করবে। যেখানে শেষ ম্যাচ জিতলেও পাক দল মাত্র ৪ পয়েন্টে পৌঁছতে পারবে। ফলে বিদায় নিতে হবে বাবরদের।