Advertisement

Sourav Ganguly: ভারত-পাক ম্যাচের আগেই নিউইয়র্কে সৌরভ, সানার সঙ্গে গলা ফাটাবেন রোহিতদের জন্য?

রাত পোহালেই টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) মহারণ। মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান (India vs Pakistan)। সেই ম্যাচ দেখতে নিউইউর্কে পৌঁছে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। নিজের হোয়াটসঅ্যাপ চ্যানেলে সেই ছবি শেয়ার করেছেন মহারাজ। পাশাপাশি লিখেছেন, তাঁর প্রিয় দুই শহরের মধ্যে প্রথমে লন্ডন থাকলেও, দ্বিতীয় পছন্দের শহর নিউইয়র্ক। 

নিউইয়র্কে সানার সঙ্গে সৌরভ
Aajtak Bangla
  • নিউইয়র্ক,
  • 08 Jun 2024,
  • अपडेटेड 10:27 AM IST

রাত পোহালেই টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) মহারণ। মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান (India vs Pakistan)। সেই ম্যাচ দেখতে নিউইউর্কে পৌঁছে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। নিজের হোয়াটসঅ্যাপ চ্যানেলে সেই ছবি শেয়ার করেছেন মহারাজ। পাশাপাশি লিখেছেন, তাঁর প্রিয় দুই শহরের মধ্যে প্রথমে লন্ডন থাকলেও, দ্বিতীয় পছন্দের শহর নিউইয়র্ক। 

২১ সেকেন্ডের সেই ভিডিওতে লন্ডনের ছবি যেমন আছে, তেমনই আছে য়ে সানার সঙ্গে নিউইয়র্কে তোলা ছবিও। ইতিমধ্যেই আমেরিকার কাছে হেরে চাপে পড়ে গিয়েছে পাকিস্তান (Pkaistan Cricket Team)। বাবর আজমদের (Babar Azam) দলকে এবার রোহিত শর্মাদের (Rohit Sharma) হারাতেই হবে। অন্যদিকে ভারতীয় দল (Team India) আয়ারল্যান্ডকে হেলায় হারিয়ে অনেকটাই এগিয়ে। সৌরভও এই ম্যাচের আগে ভারতীয় দলকেই এগিয়ে রেখেছেন। শুধু তাই নয়, সৌরভ মনে করেন, এবারের টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের চ্যাম্পিয়ন হওয়ারও দারুণ সুযোগ রয়েছে। 

আইপিএল-এ ছন্দে না থাকলেও রোহিত শর্মার ফর্ম নিয়ে একেবারেই চিন্তিত নন ভারতের প্রাক্তন অধিনায়ক। তিনি এক সাক্ষাৎকারে বলেন, 'রোহিত যে ধরনের ক্রিকেটার, তাতে তাঁর ফর্ম ফিরে পেতে ২-১ টা ম্যাচ দরকার।' আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৫২ রানের ইনিংস সেই দিকেই ইঙ্গিত করছে। পাশাপাশি বিরাট কোহলিকেও আইপিএল-এর ফর্ম ধরে রাখতে হবে বলে মনে করেন সৌরভ। তিনি বলেন, 'বিরাট RCB-র হয়ে যেই পারফরম্যান্স করেছিলেন এবারও সেটাই করতে হবে, তাহলেই আসবে সাফল্য।' 

তবে সৌরভের চিন্তা হার্দিক পান্ডিয়াকে নিয়ে। তবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দারুণ বোলিং করেছেন হার্দিক। নিয়েছেন ২ উইকেট। ফলে সেই চিন্তাও কিছুটা দূর হয়েছে টিম ইন্ডিয়ার। এবার ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে কেমন খেলে সেটাই দেখার। আইসিসি ইভেন্টে মুখোমুখি লড়াইয়ে এখনও অনেক এগিয়ে ভারতীয় দল। মাত্র দুটি ম্যাচ ছাড়া পাকিস্তানকে বারবার হারিয়েছে টিম ইন্ডিয়া। তাই রবিবারের ম্যাচের আগে অনেকটাই এগিয়ে ভারতীয় দল। তবে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া পাকিস্তানও পাল্টা লড়াই দিতে প্রস্তুত।    

Advertisement

          

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement