Advertisement

ICC টেস্ট র‍্যাঙ্কিং: আরও নামলেন বিরাট-বুমরারা, উঠলেন রুট

নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন দুই ধাপ পেছনে চলে গিয়েছেন। তিন নম্বর থেকে উইলিয়ামসন এখন পাঁচ নম্বরে নেমে গিয়েছেন। যেখানে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ান খেলোয়াড় মার্নাস লাবুশেন। লাবুশেনের রয়েছে ৮৯২ পয়েন্ট, দ্বিতীয় র‌্যাঙ্কে থাকা রুটের রয়েছে ৮৮২ পয়েন্ট। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথও এক  ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। তবে তাদের ছাড়িয়ে গিয়েছেন রুট। এগুলো ছাড়া টপ-টেনে খুব একটা পরিবর্তন হয়নি। 

বিরাট কোহলি ও বুমরা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Jun 2022,
  • अपडेटेड 6:13 PM IST
  • রোহিত শর্মা অষ্টম রয়েছেন 
  • বিরাট কোহলি রয়েছেন দশম স্থানে

বুধবার টেস্ট খেলোয়াড়দের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন হয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট এবং পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। ভারতীয় দলের বোলার জসপ্রীত বুমরার র‌্যাঙ্কিং কিছুটা নেমেছে। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের সেরা দশে রয়েছেন মাত্র দুই ভারতীয়। রোহিত শর্মা অষ্টম এবং বিরাট কোহলি রয়েছেন দশম স্থানে। যদিও জো রুট দুই নম্বর স্থান লাভ করেছেন। তিনি এখন দুই নম্বরে উঠেছেন। বাবর আজমও এক ধাপ উঠে চতুর্থ স্থানে এসেছেন।

স্টিভ স্মিথকে পেছনে ফেলেছেন জো রুট

নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন দুই ধাপ পেছনে চলে গিয়েছেন। তিন নম্বর থেকে উইলিয়ামসন এখন পাঁচ নম্বরে নেমে গিয়েছেন। যেখানে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ান খেলোয়াড় মার্নাস লাবুশেন। লাবুশেনের রয়েছে ৮৯২ পয়েন্ট, দ্বিতীয় র‌্যাঙ্কে থাকা রুটের রয়েছে ৮৮২ পয়েন্ট। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথও এক  ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। তবে তাদের ছাড়িয়ে গিয়েছেন রুট। এগুলো ছাড়া টপ-টেনে খুব একটা পরিবর্তন হয়নি। 

সেরা দশ বোলারে দুই ভারতীয়

এদিকে, বোলারদের শীর্ষ-১০-এর তালিকায় দুই ভারতীয় রয়েছেন। তাদের মধ্যে ৮৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের স্পিনার  রবিচন্দ্রন অশ্বিন। যদিও ফাস্ট বোলার জসপ্রীত বুমরা এক ধাপ নিচে নেমে গিয়েছেন। চতুর্থ স্থানে চলে এসেছেন বুমরা। যেখানে নিউজিল্যান্ডের পেস বোলার কাইল জেমিসন দুই ধাপ উপরে উঠে এসেছেন। তিন নম্বরে উঠেছেন তিনি।

আরও পড়ুন: টিম ইন্ডিয়ায় কোন ভূমিকায় জায়গা হবে ৩৭ বছরের কার্তিকের?

আরও পড়ুন: দঃ আফ্রিকা সিরিজে দলে উমরান? দ্রাবিড় বললেন...

বোলারদের মধ্যে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ান টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর অর্জিত পয়েন্ট ৯০১। পাকিস্তানি ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রিদিও সেরা ১০-এ রয়েছেন, যিনি এক ধাপ নিচে নেমে গিয়েছেন। পঞ্চম স্থানে নেমে গেছেন তিনি। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement