Advertisement

ICC T20 World Cup India vs USA: T20 বিশ্বকাপে আজ ভারত-আমেরিকা ম্যাচ, ফ্যান্টাসি দল এভাবে সাজালে মালামাল

প্রথমে আয়ারল্যান্ডের (India vs Ireland) বিরুদ্ধে জয়, তারপর পাকিস্তানকে (India vs Pakistan) হারিয়ে টি২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2024) সুপার এইটে ওঠা প্রায় নিশ্চিত করে ফেলেছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত (Team India)। বুধবার আমেরিকার সামনে ভারতীয় দল। তবে প্রথম দুই ম্যাচে ভারতীয় দলের টপ অর্ডার ভাল খেলতে পারেনি। দুই ম্যাচেই বোলারদের ফর্ম সমস্ত খামতি ঢেকে দিয়েছে। 

india vs usaindia vs usa
Aajtak Bangla
  • নিউইয়র্ক,
  • 12 Jun 2024,
  • अपडेटेड 12:19 PM IST

প্রথমে আয়ারল্যান্ডের (India vs Ireland) বিরুদ্ধে জয়, তারপর পাকিস্তানকে (India vs Pakistan) হারিয়ে টি২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2024) সুপার এইটে ওঠা প্রায় নিশ্চিত করে ফেলেছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত (Team India)। বুধবার আমেরিকার সামনে ভারতীয় দল। তবে প্রথম দুই ম্যাচে ভারতীয় দলের টপ অর্ডার ভাল খেলতে পারেনি। দুই ম্যাচেই বোলারদের ফর্ম সমস্ত খামতি ঢেকে দিয়েছে। 

ভারতীয় দলের ব্যাটিং সমস্যা মেটাতে আরও এক ব্যাটার খেলাতে পারে টিম ইন্ডিয়া। পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ থাকায় এই ম্যাচে দেখা যেতে পারে যশস্বী জয়সওয়ালকে। ওপেন করতে নামতে পারেন তিনি। এখনও পর্যন্ত ম্যাচে ভারতের হয়ে ওপেন করছেন বিরাট কোহলি। কিন্তু বলা চলে যে, সমস্ত ম্যাচেই তিনি ওপেনার হিসেবে ফ্লপ রয়েছেন। আমেরিকার ম্যাচে রোহিত শর্মার সাথে টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে দেখা যেতে পারে ঋষভ পন্থকে। সেক্ষেত্রে ভালো কম্বিনেশন হতে পারে রোহিত এবং ঋষভের জুটি। বিরাট কোহলি নামবেন একটি উইকেট পড়লে। সুপার-৮ ম্যাচের আগে এই পরীক্ষা করতে হবে ভারতীয় দলকে। ওপেনিং পজিশন ঠিক করার পর কথা হচ্ছে মিডল অর্ডার নিয়ে। এখানে নম্বর ৩ এ থাকছেন বিরাট কোহলি, চারে সূর্যকুমার যাদব। এরপর পাঁচে শিবম দুবের জায়গায় সুযোগ পেতে পারেন সঞ্জু স্যামসন। বহুদিন ধরেই অফ ফর্মে চলছেন দুবে। পাকিস্তানের মতো বড় ম্যাচে সুযোগ পেলেও কিছু করে দেখাতে পারেননি তিনি। ৬ নম্বরে ব্যাট করতে আসবেন হার্দিক।

আমেরিকার দল অনভিজ্ঞ হলেও, ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে। তাছাড়া ফিটনেসে অনেকটাই জোর দেয় আমেরিকা। এই আমেরিকার দলটাই আগে পাকিস্তানকে হারিয়েছে। এর আগের দিন নাসাউ কাউন্টি গ্রাউন্ডের পিচ ব্যাটসম্যানদের জন্য একেবারেই অনুকূল ছিল না। সেই কারণে ব্যাটাররা কিছুতেই রান তুলতে পারছিলেন না। পাকিস্তানের বিরুদ্ধে অনেক কম রানেই ইনিংস শেষ হয়েছিল। সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি এড়ানোটাই আজ ইন্ডিয়ার টার্গেট।

Advertisement

একনজরে সম্ভাব্য দল : রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্ত (উইকেটরক্ষক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, জয়সওয়াল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং অর্শদীপ সিং

ফ্যান্টাসি একাদশ
উইকেটরক্ষক: ঋষভ পন্ত, 
ব্যাটার: বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, মনঙ্ক প্যাটেল
অলরাউন্ডার: হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অ্যারন জোন্স
বোলার: জাসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, নস্টুশ কেনজিজ

     

Read more!
Advertisement
Advertisement