Advertisement

Kolkata League, ATK Mohun Bagan: IFA কর্তাদের সঙ্গে আলোচনাতেও হল না রফা, কলকাতা লিগে অনিশ্চিত মোহনবগান

প্রিমিয়ার ডিভিশন লিগে এটিকে মোহনবাগানের অংশগ্রহনের বিষয়টি নির্ভর করবে। সোমবার আইএফএ-র কর্তা স্বরূপ বিশ্বাসের সঙ্গে আলোচনায় বসেছিলেন মোহনবাগান সচিব দেবাশিষ দত্ত।  তিনি এটিকে মোহনবাগানের বোর্ড অব ডিরেক্টরেও রয়েছেন।

এটিকে মোহনবাগান দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Jul 2022,
  • अपडेटेड 10:34 PM IST
  • কলকাতা লিগে হয়ত নেই এটিকে মোহনবাগান
  • বৈঠকেও মিলল না সমাধান

বকেয়া অর্থ মেটানোর ব্যাপারে সিদ্ধান্ত আই এফ এ-এর উপরেই ছেড়ে দিল এটিকে মোহনবাগান। তাঁদের উদ্যোগর উপরেই কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে এটিকে মোহনবাগানের অংশগ্রহনের বিষয়টি নির্ভর করবে। সোমবার আইএফএ-র কর্তা স্বরূপ বিশ্বাসের সঙ্গে আলোচনায় বসেছিলেন মোহনবাগান সচিব দেবাশিষ দত্ত।  তিনি এটিকে মোহনবাগানের বোর্ড অব ডিরেক্টরেও রয়েছেন।

চলতি মরশুমে কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ তিন প্রধানকেই খেলাতে চাইছে আইএফএ। গতবছর প্রিমিয়ার ডিভিশন লিগ হলেও কলকাতার দুই প্রধান অংশ নেয়নি। চলতি বছরে লিগে অংশগ্রহণের বিষয়ে ইস্টবেঙ্গল আশ্বাস দিয়েছে। তবে এটিকে মোহনবাগান প্রাপ্য ৬০ লক্ষ টাকা না পেলে খেলতে চায় না। তাই তাদের কোনও প্রতিনিধি আইএফএর ডাকা প্রিমিয়ার লিগ সংক্রান্ত মিটিংয়ে ছিলেন না। সবুজ মেরুন শিবিরের অবস্থান বুঝতেই মোহনবাগান সচিবের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন স্বরূপ বিশ্বাস। তিনি বলেন, “এটিকে মোহনবাগান জানিয়েছে, যে তারা আইএফএ-র সঙ্গে রয়েছেন। কিন্তু আইএফএর কাছে তাদের যে বকেয়া টাকা তা মেটানোর ব্যাপারে কোনও ফয়সালা হচ্ছে না। বকেয়া টাকার ক্ষেত্রেও অন্য বড় ক্লাবের সঙ্গে তাদের পার্থক্য রয়েছে। সেই অর্থ মেটানোর ব্যাপারে আইএফএর অবস্থান জানতে চাইছেন তাঁরা। তা জানার পর তাঁরা এটিকে মোহনবাগানের ডিরেক্টরদের বোর্ডে বিষয়টি আলোচনা করবেন। তারপর খেলার ব্যাপারে স্পষ্ট  করে জানাতে পারবেন দেবাশিস বাবুরা।''

আরও পড়ুন: চুক্তি সইয়ের ব্যাপারে ইস্টবেঙ্গলের সম্মতি মিলেছে, জানাল ইমামি

একই সঙ্গে তিনি যোগ করেছেন,“এটিকে মোহনবাগান ফুটবলাররা ২৪ মে অবধি খেলেছে। তারপর ফুটবলাদের দুই মাসের ছুটি দেওয়া হয়েছে বলে দেবাশিস দত্ত জানিয়েছে। এই অবস্থায় গভর্নিং বডির সামনে আমরা এটিকে মোহনবাগানের বিষয়টি জানাব। তার পরে যে সিদ্ধান্ত হবে সেটাই জানিয়ে দেওয়া হবে। কারণ আর্থিক বিষয়ে সিদ্ধান্ত আমরা দিতে পারি না। ওটা অর্থ দপ্তরের ওপর নির্ভর করে।” সব মিলিয়ে এখনও কলকাতা লিগে এটিকে মোহনবাগানের বিষয়টি এখনও ঝুলে রইল। ২৯ জুলাই থেকে এটিকে মোহনবাগান তাদের ক্লাবের মাঠে অনুশীলন করবে।

Advertisement

আরও পড়ুন: চুক্তি জট: 'সময় বদলেছে, বুঝতে হবে,' ইস্টবেঙ্গলকে বার্তা প্রাক্তন কর্তার

সম্প্রতি এটিকে মোহনবাগানের ইনস্টাগ্রাম পেজে দেওয়া সাক্ষাৎকারে কোচ জুয়ান ফেরান্দো জানান নতুন মরশুমের পরিকল্পনার কথা। তাঁর পরিকল্পনায় এএফসি কাপ, ডুরাণ্ড কাপ ,আইএসএল, সুপার কাপ রয়েছে। তবে কলকাতা লিগ নিয়ে একটাও শব্দ খরচ করেননি তিনি। তাই ইস্টবেঙ্গল, এটিকে মোহনবাগানের অংশগ্রহনের জটিলতার মধ্যেই আইএফএ-কে প্রিমিয়ার ডিভিশনের লিগ চালু করতে হবে। 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement