আগামী রবিবারই আইএফএ (IFA) অফিসে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে রাজ্যের ফুটবল নিয়ামক সংস্থা এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation)। অন্যদিকে, আইএফএ শিল্ড (IFA Shield) হতে পারে সেপ্টেম্বরে।
শুক্রবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, আইএফএ-র উদ্যোগে প্রবীণ ফুটবল প্রশাসকদের সম্মান জানানো হয়। কলকাতা ময়দানে এমন অনেক ব্যক্তিত্ব এসেছেন, যাঁরা ফুটবলকে ভালোবেসে নিজেদের জীবনের অনেকগুলো সোনালী দিন উৎসর্গ করেছেন। কোনও কিছু পাওয়ার জন্য নয়, পুরোটাই আবেগ থেকে। তেমনই কিছু ফুটবল নিবেদিত ব্যক্তিত্বকে সংবর্ধিত করল রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ (Indian Football Federation)। এই অনুষ্ঠানে সংবর্ধিত হলেন কার্তিক চন্দ্র সুর, অজয় শ্রীমানি, দিলীপ ঘোষ, রবি মিত্র, মৃণাল চক্রবর্তী, বিদ্যুৎ কুমার সেন, জয়দেব ঘোষ, আমির কুমার সাহা, অজয় গাঙ্গুলি, সুনীল মুখোপাধ্যায়, প্রদীপ কুমার বসু এবং দিলীপ নারায়ণ সাহা।
আইএফএ সচিব অনির্বাণ দত্ত (Anirban Dutta) বলেন, ‘এই সমস্ত ব্যক্তিত্বকে সংবর্ধিত করতে পেরে আমরা নিজেরাও গর্বিত।‘ তিনি অনুষ্ঠানে উপস্থিত সমস্ত ক্লাব প্রতিনিধিদের ধন্যবাদ জানান। অন্যদিকে, বাংলা ফুটবলের উন্নতির স্বার্থে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে বৈঠকে বসতে চলেছে আইএফএ। ইতিমধ্যেই ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি একটি সিদ্ধান্ত নিয়েছে। সেইখানে বলা হয়েছে, ফেডারেশন অনুমোদিত রাজ্য এবং জেলা লিগে কোনও বিদেশি ফুটবলার খেলানো যাবে না। সেই বৈঠকে এই বিষয়টি নিয়েও আলোচনা হবে বলে জানান আইএফএ সচিব।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনির্বাণ দত্ত বলেন, ‘রবিবার সকাল ১১টায় এআইএফএফ-এর সেক্রেটারি এবং প্রেসিডেন্টের সঙ্গে আইএফএ-র সব কর্মকর্তাদের বসার কথা রয়েছে। সেইখানে বাংলার ফুটবলের উন্নতি নিয়ে কথা হবে।‘ অন্যদিকে আইএফএ শিল্ড নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘আইএফএ শিল্ড নিয়ে আমাদের কথাবার্তা চলছে। কিভাবে হবে এবং কার সাথে হবে, সেই বিষয়ে এখনই মন্তব্য করা সম্ভব নয়।'
আগামী সেপ্টেম্বর মাসে, তাঁরা আইএফএ শিল্ড করার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন বলে জানান অনির্বাণ দত্ত।