বর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে অস্ট্রেলিয়ার মাটিতে পা রেখেছে টিম ইন্ডিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে ওঠার জন্য পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অধিনায়ক রোহিত শর্মা ব্যক্তিগত কারণে এখনও অস্ট্রেলিয়া যেতে পারেননি, প্রথম টেস্ট ম্যাচ ২২ নভেম্বর থেকে পারথের অপটাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বলা হচ্ছে এই টেস্ট থেকে তিনি বাদ পড়তে পারেন।
৩৭ বছর বয়সী রোহিত কেন পারথ টেস্টে খেলবেন না?
জল্পনা চলছে দ্বিতীয়বার বাবা হতে চলেছেন তিনি। সে কারণে প্রথম কয়েকটি টেস্টের বাইরে থাকতে পারেন তিনি। বর্তমানে রোহিতের বাইরে থাকার বিষয়ে কোথাও সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। অস্ট্রেলিয়া ছাড়ার আগে আয়োজিত সংবাদিক সম্মেলনে এ ব্যাপারে কিছু জানানি প্রধান কোচ গৌতম গম্ভীরও। কিন্তু রোহিতের স্ত্রী রিতিকা সাজদেহ-এর একটি ইমোজি বিষয়টি স্পষ্ট করে দিয়েছে।
রোহিত অস্ট্রেলিয়ায় শুরু থেকে না যাওয়ায় সুনীল গাভাস্কারের তীব্র প্রতিক্রিয়া হয়েছিল। গাভাস্কার বলেছিলেন, 'আমরা পড়ছি যে রোহিত শর্মা প্রথম টেস্টে খেলবেন না, সম্ভবত তিনি দ্বিতীয় টেস্টেও খেলবেন না। যদি তাই হয়, তাহলে ভারতীয় নির্বাচক কমিটির এখন বলা উচিত, বিশ্রাম নিতে চাইলে বিশ্রাম নিন। যদি ব্যক্তিগত কারণ থাকে, সেগুলি বিবেচনা করুন। কিন্তু আপনি যদি দুই-তৃতীয়াংশ ম্যাচ অনুপস্থিত থাকেন তাহলে শুধুমাত্র একজন খেলোয়াড় হিসেবে আপনার এই সফরে যাওয়া উচিত। এই সফরে আমরা সহ-অধিনায়ককে অধিনায়ক করব।'
গাভাস্কারের এই বক্তব্যের পর অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যারন ফিঞ্চ ভিন্ন মত দিয়েছেন। ফিঞ্চ বলেছিলেন, 'আমি সানির (সুনীল গাভাস্কার) সঙ্গে সম্পূর্ণ একমত নই। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। আপনার সন্তানের জন্ম চলেছে বলে যদি আপনাকে বাড়িতে থাকতে হয়... তাহলে এটা খুব সুন্দর মুহূর্ত... এবং আপনি সেই সম্পর্কের জন্য যতটা চান ততটা সময় নেন।'
কী পোস্ট করলেন ঋতিকা?
ঋতিকা সাজদেহ অ্যারন ফিঞ্চের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল ট্যাগ করেছেন এবং একটি 'স্যালুট' ইমোজি পোস্ট করেছেন। মেলবোর্নে ভারতীয় দল তৃতীয় টেস্ট জেতার পর, রোহিত শর্মা বাবা হওয়ার খবর পেয়েই সফর ছেড়ে মুম্বই চলে যান। সেই সময় সিরিজের তিন ম্যাচে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল টিম ইন্ডিয়া। সেই সময় রোহিত শর্মা অস্ট্রেলিয়া থেকে মুম্বই ফিরে আসেন, কারণ সেই সময় জন্ম হয় তাঁদের প্রথম সন্তান সামাইরার।