চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচের তৃতীয় দিনে ঋষভ পন্ত (Rishabh Pant) দারুণ ব্যাটিং করেছেন। আক্রমণাত্বক ইনিংস খেলে সেঞ্চুরি করেন পান্ত। তবে শুধু তাই নয়, দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় ঋষভ পন্তকেও বাংলাদেশ (Bangladesh Team) দলের অধিনায়কত্ব করতে দেখা গিয়েছে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
কী করলেন পন্ত?
পন্ত ব্যাটিং করার সময়ই লক্ষ্য করেন যে ফিল্ডাররা এমন জায়গায় রাখা হয়েছে, তাতে কোনওভাবে আউট করা যাবে না। সেই সময় বাংলাদেশের সামনে কোনও উপায় ছিল না পন্তকে আউট করার। সেটা বুঝতে পেরে এগিয়ে আসেন ভারতের উইকেটকিপার ব্যাটার। তিনিই নাজমুল হোসেন শান্তকে (Najmul Hossain Shanto) পরামর্শ দেন, ফিল্ডার কোথায় রাখলে ভাল হবে। স্ট্যাম্প মাইকে শোনা যায়, পন্ত বলেন, এখানে একজন আসবে, একজন কম ফিল্ডার আছে। বোলার পন্তের কথা শুনে সেখানে একজন ফিল্ডারকে বসিয়ে দেন।
দারুণ ব্যাটিং পন্তের
ম্যাচে ভারত প্রথম ইনিংসে ৩৭৬ রান করে। জবাবে বাংলাদেশ দল নিজেদের প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয়। এভাবে প্রথম ইনিংসে ২২৭ রানের লিড পায় ভারত। দ্বিতীয় ইনিংসে পন্ত মাত্র ১২৮ বলে ১০৯ রানের ইনিংস খেলে আউট হন। ১৩টা চার আর ৪টে ছক্কা মারেন তিনি। ১৬৭ রানের জুটি গড়ে তোলেন তিনি। ৫০০ রানের লিড নিয়ে ফেলেছে ভারতীয় দল।
ভারতের প্লেয়িং-১১: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, আকাশ দীপ এবং মহম্মদ সিরাজ।
বাংলাদেশ দল: শাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।