IND vs ENG 5th Test, Score: শেষ হল প্রথম দিনের খেলা, ভারতের রান ৭ উইকেটে ৩৩৮

Aajtak Bangla | এজবাস্টন | 01 Jul 2022, 11:56 PM IST

IND vs ENG Test LIVE: বার্মিংহামের এজবাস্টনে আজ থেকে শুরু হচ্ছে টিম ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচটি টেস্ট ম্যাচ। ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস।

দারুণ পার্টনারশিপ পন্ত ও জাদেজার

IND vs ENG Test Live: এই পাঁচ টেস্টের সিরিজটি গত বছর থেকে শুরু হয়েছিল। যেখানে ভারতীয় দল ২-১ এ এগিয়ে রয়েছে। পঞ্চম টেস্ট করোনার কারণে বাতিল হয়েছিল, এখন সেই টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। করোনা পজিটিভের কারণে এই টেস্ট ম্যাচ খেলছেন না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের জায়গায় অধিনায়কত্ব দেওয়া হয়েছে ফাস্ট বোলার জাসপ্রীত বুমরাকে। প্রথমবারের মতো টেস্ট দলের অধিনায়কত্ব নিচ্ছেন বুমরা। অন্যদিকে টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে নিজেদের দেশে আসছে ইংল্যান্ড দল।

11:35 PM (3 years ago)

শেষ প্রথম দিনের খেলা

Posted by :- Jagrick Dey

সাত উইকেটে ৩৩৮ করেছে ভারত। 

10:56 PM (3 years ago)

১১১ বলে ১৪৬ করে আউট পন্ত

Posted by :- Jagrick Dey

বড় শট খেলতে গিয়ে আউট পন্ত।

10:31 PM (3 years ago)

২৮৬ রান ভারতের

Posted by :- Jagrick Dey

৬১ ওভার শেষ হল। পাঁচ উইকেট হারিয়ে ২৮৬ রান করেছে ভারত। ১২৮ রান করে অপরাজিত পন্ত। ৫৪ করে উইকেটে জাদেজাও।

10:09 PM (3 years ago)

১০০ পন্তের

Posted by :- Jagrick Dey

৮৯ বলে ১০০ করলেন ঋষভ পন্ত। 

10:06 PM (3 years ago)

৯৮ করে ফেললেন পন্ত

Posted by :- Jagrick Dey

৮৮ বলে ৯৮ করে ফেলেছেন পন্ত। 

9:48 PM (3 years ago)

২২১ রান করে ফেলল ভারত

Posted by :- Jagrick Dey

উইকেটে রয়েছেন পন্ত ও জাদেজা। 

8:16 PM (3 years ago)

ভারতের স্কোর বর্তমানে পাঁচ উইকেটে ১২১ রান

Posted by :- suvam

ভারতের স্কোর বর্তমানে পাঁচ উইকেটে ১২১ রান। ঋষভ পন্ত ২২ ও রবীন্দ্র জাদেজা ১৪ রানে খেলছেন। দুজনের মধ্যে এখন পর্যন্ত ২৩ রানের জুটি হয়েছে।

7:46 PM (3 years ago)

ভারতের ৫ উইকেট এখনও পর্যন্ত পড়েছে

Posted by :- suvam

ভারতের ৫ উইকেট এখনও পর্যন্ত পড়েছে। খেলার স্কোর ৯৮/৫

7:08 PM (3 years ago)

আউট হলেন বিরাট

Posted by :- Jagrick Dey

১৯ বলে ১১ রান করে আউট বিরাট। 

7:02 PM (3 years ago)

আউট হনুমা বিহারী

Posted by :- Jagrick Dey

৫৩ বলে ২০ রান করে আউট হনুমা বিহারী। চাপে পড়ে গেল ভারত। 

6:47 PM (3 years ago)

শুরু হল খেলা

Posted by :- Jagrick Dey

বৃষ্টি থেমেছে। আউটফিল্ডেও আর জল নেই। লাঞ্চের পর শুরু হল খেলা। 

5:26 PM (3 years ago)

বৃষ্টি কিছুটা কমেছে

Posted by :- Jagrick Dey

কমে গিয়েছে বৃষ্টি, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ম্যাচ।  

4:41 PM (3 years ago)

বৃষ্টিতে ব্যহত খেলা

Posted by :- Jagrick Dey

২০ ওভারের পর শুরু হল বৃষ্টি। ৫৩ রানে ২ উইকেট হারিয়েছে ভারতীয় দল।  

4:36 PM (3 years ago)

আউট হলেন পূজারা

Posted by :- Jagrick Dey

৪৩ বলে ১৩ রান করে আউট পূজারা। ৫২ রানে ২ উইকেট হারাল ভারত। 

3:35 PM (3 years ago)

আউট হলেন গিল

Posted by :- Jagrick Dey

২৪ বলে ১৭ রান করে আউট শুভমন গিল। অ্যান্ডারসনের বলে ক্যাচ দিয়ে আউট হলেন ভারতের ওপেনার। ২৯ রানে ১ উইকেট ভারতের। 

3:24 PM (3 years ago)

৫ ওভার শেষ

Posted by :- Jagrick Dey

উইকেট না হারিয়ে ২২ রান করেছে ভারত।  

3:19 PM (3 years ago)

৪ ওভার শেষ

Posted by :- Jagrick Dey

উইকেট না হারিয়ে ১৩ রান করেছে ভারত। 

3:12 PM (3 years ago)

২ ওভার শেষ

Posted by :- Jagrick Dey

উইকেট না হারিয়ে ৫ রান করেছে ভারত। 

3:07 PM (3 years ago)

ওপেন করতে নেমেছেন পূজারা ও গিল

Posted by :- Jagrick Dey

প্রথম ওভারে চার রান করলেও উইকেট হারায়নি ভারতীয় দল। প্রথম ওভারে বল করতে এসেছিলেন অ্যান্ডারসন। 

2:49 PM (3 years ago)

ভারতীয় টেস্ট স্কোয়াড

Posted by :- Jagrick Dey

শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হনুমা বিহারী, চেতেশ্বর পূজারা, মায়াঙ্ক আগরওয়াল, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), কেএস ভরত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, উমেশ যাদব।

 

2:47 PM (3 years ago)

ইংল্যান্ড দল

Posted by :- Jagrick Dey

ইংল্যান্ড ইতিমধ্যেই প্লেয়িং-১১ ঘোষণা করেছে

অ্যালেক্স লিস, জ্যাক ক্রাউলি, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (সি), স্যাম বিলিংস (উইকেটরক্ষক), ম্যাথিউ পটস, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ, জেমস অ্যান্ডারসন।

2:47 PM (3 years ago)

টসে জিতল ইংল্যান্ড

Posted by :- Jagrick Dey

টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল ইংল্যান্ড।