Advertisement

India vs Pakistan Asia Cup 2023: বৃষ্টিতে পন্ড ভারত vs পাক ম্যাচ, কীভাবে সুপার ৪-এ যাবেন রোহিতরা ?

এশিয়া কাপে ভারত প্রথম ম্যাচ খেলতে নেমেছিল পাকিস্তানের বিরুদ্ধে। প্রবল বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল হয়ে যায়। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। এরপর এতটাই প্রবল বৃষ্টি হয় যে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল ব্যাটিংয়ে নামতে পারেনি।

বৃষ্টিতে পন্ড ম্যাচবৃষ্টিতে পন্ড ম্যাচ
Aajtak Bangla
  • পাল্লেকেল ,
  • 03 Sep 2023,
  • अपडेटेड 9:09 AM IST

এশিয়া কাপে ভারত প্রথম ম্যাচ খেলতে নেমেছিল পাকিস্তানের বিরুদ্ধে। প্রবল বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল হয়ে যায়। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। এরপর এতটাই প্রবল বৃষ্টি হয় যে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল ব্যাটিংয়ে নামতে পারেনি।

পাকিস্তান সুপার-৪-এ পৌঁছে গিয়েছে
এই ম্যাচ বাতিলের ফলে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে পাকিস্তান দল। সুপার-৪-এ উঠে গিয়েছে তারা। পাকিস্তানও এই এশিয়া কাপের সুপার-৪-এ পৌঁছন প্রথম দল। ভারত ও পাকিস্তান উভয়ই এশিয়া কাপের গ্রুপ-এ-তে রয়েছে। তাদের সঙ্গে তৃতীয় দল নেপাল। গ্রুপের প্রথম ম্যাচে নেপালকে হারিয়েছে পাকিস্তান। প্রথম ম্যাচে নেপালকে ২৩৮ রানে হারানোয় ২ পয়েন্ট পেয়েছিল পাকিস্তান।  এখন বাবর দলের দ্বিতীয় ম্যাচ ছিল ভারতের বিরুদ্ধে যেটি বৃষ্টিতে ভেসে যায়। ফলে ভারত পাকিস্তানের মধ্যে পয়েন্ট সমানভাবে ভাগ হয়ে যায়। দুই দলই পায় ১ পয়েন্ট। ৩ পয়েন্ট নিয়ে সুপার-ফোরে উঠেছে পাকিস্তান। 


ভারতীয় দলকে পরের ম্যাচে জিততেই হবে
ভারতীয় দলকে এশিয়া কাপে তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে হবে নেপালের বিরুদ্ধে। এই ম্যাচটি ৪ সেপ্টেম্বর পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ম্যাচে ভারতীয় দল জিতলে সুপার-৪-এ পৌঁছে যাবে। হারলে নেপাল যোগ্যতা অর্জন করবে। 
 

আরও পড়ুন

ব্যর্থ ভারতের টপ অর্ডার
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এরপর ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। অধিনায়ক রোহিত শর্মা (১১), বিরাট কোহলি (৪), শুভমান গিল (১০) এবং শ্রেয়াস আইয়ার (১৪) রানে আউট হন। এরপর ইশান কিশান এবং তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ভারতীয় ইনিংস সামলান। দুজনেই ৫ম উইকেটে ১৩৮ রানের রেকর্ড জুটি গড়েন।
৮১ বলে ৯ চার ও ২ ছক্কা মেরে ৮২ রান করেন ইশান। হার্দিক পান্ডিয়া ৯০ বল খেলে ৮৭ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ১ টি ছক্কা এবং ৭ টি চার। ইশান এবং পান্ডিয়া দারুণ ইনিংস খেলেছেন। তবে দু’জনেই সেঞ্চুরি মিস করেছেন। আউট হওয়ার আগে দুজনেই ভারতীয় স্কোরকে ২০০ পার করান। শেষ পর্যন্ত ভারতীয় দল ২৬৬ রান করে। 
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement