Advertisement

India vs South Africa: আজ পন্তদের 'ডু অর ডাই' ম্যাচ, কেমন হবে ভারতীয় দল?

কেএল রাহুলের চোটের কারণে অধিনায়কত্ব নেওয়া ঋষভ পন্ত এখন পর্যন্ত দুই ম্যাচে ২৯ ও ৫ রান করতে পেরেছেন। অধিনায়ক হিসেবে ঋষভ পন্তের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠছে। দ্বিতীয় ম্যাচে অভিজ্ঞ ও ফর্মে থাকা দীনেশ কার্তিকের আগে অক্ষর প্যাটেলকে পাঠানোর সিদ্ধান্ত ভুল ছিল বলে মনে করেন ভারতের ক্রিকেট বিশেষজ্ঞরা।

টিম ইন্ডিয়া ছবি-পিটিআই টিম ইন্ডিয়া ছবি-পিটিআই
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jun 2022,
  • अपडेटेड 9:15 PM IST
  • সিরিজ বাঁচাতে জিততে হবে ভারতকে
  • ফর্মে নেই ঋতুরাজ

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ আজ (১৩ জুন) বিশাখাপত্তনমে। প্রথম দুই ম্যাচেই লজ্জাজনক হারের মুখে পড়ে ভারত।  এই ম্যাচ হারলে ভারত সিরিজে হেরে যাবে। তাই তৃতীয় ম্যাচে জিতে সিরিজে টিকে থাকতে চাইবে ঋষভ পন্তের নেতৃত্বাধীন ভারত দল। 

ঋতুরাজের ফর্ম চিন্তার বিষয়

টিম ইন্ডিয়া তিনটি বিভাগেই ব্যর্থ হয়েছে এবং তৃতীয় ম্যাচে এই দুর্বলতাগুলি কাটিয়ে উঠতে হবে। প্রথম ম্যাচে বাজে বোলিংয়ে হেরেছে ভারতীয় দল, তারপর দ্বিতীয় ম্যাচে হতাশ করেন ভারতের ব্যাটসম্যানরা। এখন পর্যন্ত পাওয়ার প্লেতে ভাল শুরু করতে ব্যর্থ হয়েছেন ভারতীয় ওপেনাররা। ঈশান কিষাণ এখন পর্যন্ত ভাল ব্যাট করলেও ঋতুরাজ গায়কওয়াড দুই ম্যাচ মিলিয়ে মোট করেছেন মাত্র ২৪ রান।

আরও পড়ুন

শ্রেয়াস আইয়ার ভাল শুরু করেছেন কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে সেট হয়ে গিয়েও উইকেট হারাচ্ছেন। ফলে উল্টো দিকের ব্যাটসম্যানদের ওপর চাপ বেড়ে যাচ্ছে। হার্দিক পান্ডিয়া প্রথম ম্যাচে কিছু দর্শনীয় শট খেলেছিলেন। কিন্তু তিনিও কটকের উইকেটে ব্যর্থ হন। বোলিংয়ে হার্দিক পান্ডিয়া বেশ কিছু রান খেয়ে গিয়েছেন।

প্রশ্নে পন্তের অধিনায়কত্ব

কেএল রাহুলের চোটের কারণে অধিনায়কত্ব নেওয়া ঋষভ পন্ত এখন পর্যন্ত দুই ম্যাচে ২৯ ও ৫ রান করতে পেরেছেন। অধিনায়ক হিসেবে ঋষভ পন্তের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠছে। দ্বিতীয় ম্যাচে অভিজ্ঞ ও ফর্মে থাকা দীনেশ কার্তিকের আগে অক্ষর প্যাটেলকে পাঠানোর সিদ্ধান্ত ভুল ছিল বলে মনে করেন ভারতের ক্রিকেট বিশেষজ্ঞরা।

আর্শদীপ নাকি উমরান সুযোগ পাবেন! 

ভুবনেশ্বর কুমার বাদে ভারতীয় বোলাররা উইকেট নিতে ব্যর্থ হয়েছেন। এমন পরিস্থিতিতে ফাস্ট বোলার উমরান মালিক বা আর্শদীপ সিং, আভেশ খানের পরিবর্তে আন্তর্জাতিক অভিষেকের সুযোগ পেতে পারেন। আভেশ খান এখনও পর্যন্ত একটিও উইকেট পাননি। স্পিন বোলিংয়ে যুজবেন্দ্র চাহাল ও অক্ষরের স্পিন জুটি এখন পর্যন্ত হতাশ করেছে। সেক্ষেত্রে  টিম ম্যানেজমেন্ট তৃতীয় ম্যাচে এই দুই খেলোয়াড়ের একজনকে বাদ দিয়ে তরুণ লেগ স্পিনার রবি বিষ্ণোইকে দলে অন্তর্ভুক্ত করতে পারে। 

Advertisement

এটি হতে পারে টিম ইন্ডিয়ার প্লেয়িং-11: ইশান কিশান, ঋতুরাজ গায়কওয়াড়, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হর্ষাল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, আবেশ খান। / উমরান মালিক 

এরা হতে পারে আফ্রিকার প্লেয়িং-১১: টেম্বা বাউমা (অধিনায়ক), রেজা হেন্ডরিক্স, ডোয়াইন প্রিটোরিয়াস, রসি ভ্যান ডার ডুসেন, হেনরিক ক্লাসেন (উইকেটরক্ষক), ডেভিড মিলার, ওয়েন পার্নেল, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, এনরিক নরকিয়া, তাবরেজ শামসি। 

Read more!
Advertisement
Advertisement