শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালি টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে দারুণ ব্যাট করেছেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। ১৭৫ রান করে অপরাজিত থাকেন তিনি। একটা সময় ২২৮ রানে পাঁচ উইকেট হারিয়ে কিছুটা সমস্যায় পড়ে যায় ভারত (Team India)। তবে জাদেজার চওড়া ব্যাটে ভরসা পায় ভারত। জাডেজা ছাড়াও ভারতের হয়ে ভাল ব্যাট করেন ঋষভ পান্ত ও রবিচন্দ্রন অশ্বিন। তবে শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও একটি উইকেট তুলে নিয়েছেন জাডেজা।
খেলার দ্বিতীয় দিনে লাঞ্চের আগেই শতরান করেন জাডেজা। সেঞ্চুরি করার পরেই তরবারির মত ব্যাট দুলিয়ে পরিচিত সেলিব্রেশনে মাতেন ভারতের অলরাউন্ডার। দলের আরেক বোলার মহম্মদ সিরাজ (Mohammed Siraj) জাডেজাকে নকল করেন। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে জলের বোতল হাতে নিয়ে জাদেজার মত তলোয়ার নিয়ে সেলিব্রেশন করতে দেখা যায়। ২০২০-২১ মরশুমে অস্ট্রেলিয়া সফরে দারুণ ধারাবাহিকতা দেখিয়েছেন সিরাজ। ইশান্ত শর্মার জায়গায় তাঁকে দলে নিয়েছে ভারতের টিম ম্যানেজমেন্ট।
গত কয়েক বছর ধরেই রবীন্দ্র জাদেজা তাঁর ব্যাটিংয়ে অনেক উন্নতি করেছেন। ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে (India vs Sri Lanka) টি-টোয়েন্টি সিরিজে ফেরার পর থেকে তিনি ভাল খেলছেন।
ভারত তাদের প্রথম ইনিংস ঘোষণা করে ৮ উইকেটে ৫৭৪ রানে। পিচ ব্যাট করার জন্য ভাল হলেও, স্পিন বোলাররা ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। দ্বিতীয় দিনের শেষে চার উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। যার মধ্যে তিনটি উইকেটই নিয়েছেন স্পিনাররা। দুটি উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। একটি উইকেট জাডেজার। পিচের অবনতি হতে পারে এরপরে। ফলে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন অশ্বিনরা।