শ্রীলঙ্কার (India vs Sri Lanka) বিরুদ্ধে ওয়ানডে সিরিজের আগে বড় ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া (Team India)। ফাস্ট বোলার জাসপ্রীত বুমরা (Jasprit Bumrah) পুরোপুরি ফিট হতে পারেননি ফলে ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়তে হয়েছিল। বিসিসিআই (BCCI) জানিয়েছে, বল করার জন্য বুমরার নিজেকে প্রস্তুত করতে আরও কিছু সময়ের প্রয়োজন। নির্বাচক কমিটি এখনও জসপ্রীত বুমরার বদলি ঘোষণা করেনি।
বুমরা দল থেকে বাদ যাওয়ার পর ভারতীয় দলকে বাকি বোলারদের ওপর নির্ভর করতে হবে। একদিনের সিরিজের জন্য দলে এখনও চার বিশেষজ্ঞ ফাস্ট বোলার রয়েছেন। যার মধ্যে আছেন উমরান মালিক (Umran Malik), মহম্মদ শামি (Mohammad Shami), মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং আর্শদীপ সিং (Arshdeep Singh)। এর পাশাপাশি দরকার মতো হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) মিডিয়াম পেস বোলিংও করেন।
আরও পড়ুন: নিজের ১ কোটি টাকার গাড়ির সামনে পোজ দিলেন শামি, ভক্তরা বললেন...
ভারতীয় দল যদি তিনজন ফাস্ট বোলার নিয়ে প্রথম ওয়ানডেতে খেলতে নামবে। তাহলে শামি ও আর্শদীপ সঙ্গে তৃতীয় বোলার হিসেবে খেলার সুযোগ পেতে পারেন উমরান মালিক বা আর্শদীপ সিং। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে, বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন মহম্মদ শামি। বাকি বোলাররা তাঁর সহযোগীর ভূমিকায় থাকবেন। গত বছর, যখন জসপ্রীত বুমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছিলেন, তখন শামি জায়গা পেয়েছিলেন। ৩২ বছর বয়সী মহম্মদ শামি সেই বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। বিশ্বকাপের পর প্রথমবারের মতো মাঠে নামবেন শামি। ইনজুরির কারণে বাংলাদেশ সফরে থাকতে পারেননি তিনি।
আরও পড়ুন: ইডেনে দ্বিতীয় ওয়ানডে, দর্শকের জন্য বিশেষ ট্রেন-মেট্রোর ব্যবস্থা রেলের
সবার চোখ থাকবে আর্শদীপ-সিরাজের দিকে
আর্শদীপ সিং এবং উমরান মালিকও সাম্প্রতিক সময়ে ভালো পারফর্ম করেছেন। মোহাম্মদ সিরাজের গত বছর ওয়ানডেতে দারুণ পারফর্ম করেন। তিনি ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেন। ২০২২ সালে, সিরাজ ১৫টি একদিনের ম্যাচে ২৪টি উইকেট পান। তাঁর গড় ছিল ২৩.৫০। সেরা পারফরম্যান্স ছিল ২৯ রানে তিন উইকেট।
গত বছরের ২৭শে ডিসেম্বর বিসিসিআই যখন একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করে, তখন বুমরা প্রথমে দলে ছিলেন না। কিন্তু কয়েকদিন পরে বোর্ড তাঁকে দলে নেয়। এবার আবারও সেই সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয় বিসিসিআই। ২০২২ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর থেকে বুমরা আর ভারতের হয়ে খেলেননি।
ওডিআই সিরিজের সময়সূচী:
১০ জানুয়ারি - প্রথম একদিনের ম্যাচ, গুয়াহাটি, দুপুর ১.৩০
১২ জানুয়ারী - দ্বিতীয় একদিনের ম্যাচ, কলকাতা, দুপুর ১.৩০
১৫ জানুয়ারী - তৃতীয় একদিনের ম্যাচ, তিরুবনন্তপুরম, দুপুর ১.৩০