Ind Vs SL New Schedule: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ শেষ হওয়ার পরই শ্রীলঙ্কার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে ঘরোয়া সফর সূচিতে বদলের ঘোষণা করল বিসিসিআই। প্রথমে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলা হবে, তার পর দু'টি টেস্ট। প্রথম ম্যাচ উত্তরপ্রদেশের লখনৌয়ে।
বিসিসিআই প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, লখনউয়ে অনুষ্ঠিত হবে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। তার পর টেস্ট সিরিজ। বেঙ্গালুরুতে রয়েছে দিন রাতের টেস্ট।
শ্রীলঙ্কা সিরিজের নির্ঘণ্ট
২৪ ফেব্রুয়ারি- প্রথম টি-২০ ম্যাচ, লখনউ
২৬ ফেব্রুয়ারি- দ্বিতীয় টি-২০ ম্যাচ, ধর্মশালা
২৭ ফেব্রুয়ারি- তৃতীয় টি-২০ ম্যাচ, ধর্মশালা
৪-৮ মার্চ- প্রথম টেস্ট, মোহালি
১২-১৬ মার্চ- দ্বিতীয় টেস্ট (দিন রাতের), বেঙ্গালুরু
মোহালির টেস্ট বিরাট কোহলির কেরিয়ারে মাইলফলক হতে চলেছে। এটি হতে চলেছে তাঁর শততম টেস্ট। তবে টেস্ট সিরিজে কে অধিনায়ক হবেন, তা এখনও ঘোষণা করেনি বিসিসিআই। শোনা যাচ্ছে, ওয়ান ডে, টি-২০-র মতো টেস্টেও রোহিত শর্মাকেই নেতা বাছা হতে পারে। দৌড়ে রয়েছেন কেএল রাহুল এবং ঋষভ পন্থও।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টি-২০-র মহারণ টিম ইন্ডিয়ার। ১৬ ফেব্রুয়ারি, বুধবার ইডেনে প্রথম ম্যাচ। কোভিডের কারণে তিনটি ম্যাচই হবে কলকাতায়। ওয়ান ডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে টিম ইন্ডিয়া। তবে ক্রিকেটে ক্ষুদ্র সংস্করণে ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী দল। সদ্য তারা ইংল্যান্ডকে সিরিজ হারিয়ে এদেশে এসেছে।
আরও পড়ুন- রায়নাকে 'অচল' তকমা, এবারের নিলামে UNSOLD যে তারকারা