Advertisement

India vs West Indies 3rd ODI: ব্যাটে গিল, বলে চাহাল, WI-কে ১১৯ রানে হারিয়ে রেকর্ড ভারতের

সেঞ্চুরি করতে পারলেন না শুভমন গিল। বৃষ্টির জন্য ৯৮ রানে থামতে হয় তাঁকে। ম্যাচের সেরা হলেও সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ হয়ত থেকে যাবে তাঁর। ক্যাপ্টেন শিখর ধাওয়ান ভাল ফর্মে। ৭৪ বলে ৫৮ রানের ইনিংস খেলেন তিনি। ঝোড়ো ইনিংস খেললেও হাফ সেঞ্চুরি মিস করেন শ্রেয়াস আইয়ার। ৩৪ বলে ৪৪ রানের ইনিংস খেলে আউট হন তিনি। তবে ৬ বলে মাত্র ৮ রান করে আউট হন সূর্যকুমার যাদব। সাত বলে ৬ রান করে অপরাজিত থাকেন স্যামসন।

ট্রফি হাতে ভারতীয় দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Jul 2022,
  • अपडेटेड 9:05 AM IST
  • ৩-০ ব্যবধানে সিরিজ জিতল ভারত
  • ১১৯ রানে হারল ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের পর এবার টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজকে ফের হারিয়ে হোয়াইট ওয়াশ করল ভারতীয় দল। বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে জিতল ভারত। ১১৯ রানে তৃতীয় একদিনের ম্যাচ জিতলএন শিখর ধাওয়ানরা।  টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ৩৬ ওভারের মাথায় বৃষ্টি শুরু হওয়ায় বন্ধ হয় ম্যাচ। ভারতের স্কোর তখন তিন উইকেটে ২২৫। উইকেটে শুভমন গিল ও সঞ্জু স্যামসন। দীর্ঘ সময় বৃষ্টি না থামায় আর তারপর আউটফিল্ড ভিজে থাকায় মাত্র ৩৬ ওভারই ব্যাট করার সুযোগ পায় ভারত। ৩ উইকেট হারিয়ে ২২৫ রানে শেষ হয় তাদের ইনিংস।

সেঞ্চুরি করতে পারলেন না শুভমন গিল। বৃষ্টির জন্য ৯৮ রানে থামতে হয় তাঁকে। ম্যাচের সেরা হলেও সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ হয়ত থেকে যাবে তাঁর। ক্যাপ্টেন শিখর ধাওয়ান ভাল ফর্মে। ৭৪ বলে ৫৮ রানের ইনিংস খেলেন তিনি। ঝোড়ো ইনিংস খেললেও হাফ সেঞ্চুরি মিস করেন শ্রেয়াস আইয়ার। ৩৪ বলে ৪৪ রানের ইনিংস খেলে আউট হন তিনি। তবে ৬ বলে মাত্র ৮ রান করে আউট হন সূর্যকুমার যাদব। সাত বলে ৬ রান করে অপরাজিত থাকেন স্যামসন।

ডাকওয়ার্থ লুইস নিয়মে ৩৫ ওভারে ২৫৭ রান করতে হত ওয়েস্ট ইন্ডিজকে। যদিও ২৬ ওভারে ১৩৭ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে নিকোলাস পুরান ও ব্র্যান্ডন কিং দুই জনেই ৪২ রানের ইনিংস খেলেন। ভারতের পক্ষে যুজবেন্দ্র চাহাল সর্বোচ্চ চারটি এবং মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর দুটি করে উইকেট নেন। সাই হোপ ৩৩ বলে ২২ রান করে আউট হন। এ ছাড়া সেভাবে কেউই বড় রান করতে পারেননি। 

ওয়েস্ট ইন্ডিজের চার ব্যাটার ০ রানেই আউট হন। পরপর আউট হন কাইল মেয়ার্স ও শামরাহ ব্রুকস। দুইজনেই ০ রান করলেও কাইল মেয়ার্স আউট হন গোল্ডেন ডাকে। তবে এই দুই ব্যাটার ছাড়াও কিমো পল ও জ্যাডেন সিলস ০ রানে আউট হন। প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের হোয়াইট ওয়াশ করল ভারতীয় দল।  

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement