Advertisement

India vs West Indies 1st T20I: প্রথম টি২০ ম্যাচেও ৬ উইকেটে জিতল রোহিতের ভারত

চার ওভার বল করে ৩৪ রান দিয়ে এক উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। চার ওভারে ৩১ রান দিয়ে এক উইকেট নেন ভুবনেশ্বর কুমার। চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে দুই উইকেট পান বিষ্ণোই। দুই উইকেট পান হার্শাল প্যাটেল। চার ওভারে ৩৭ রান দেন তিনি। তিন ওভার বল করেন দীপক চাহার। ২৮ রান দিয়ে এক উইকেট নেন তিনি। এক ওভার হাত ঘোরালেও উইকেট পাননি ভেঙ্কটেশ আইয়ার। তবে মাত্র চার রান দেন তিনি। 

দারুণ ব্যাট করেন রোহিত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Feb 2022,
  • अपडेटेड 11:01 PM IST

ইডেনে প্রথম টি২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে  উইকেটে জিতল ভারত। দারুণ খেলেন রোহিত শর্মা। ৪০ রান করেন ভারত অধিনায়ক। শেষ দিকে বেঙ্কটেশ আইয়ার ও সূর্যকুমার যাদব দারুণ ব্যাট করেন 

টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুরু থেকেই মেরে খেলতে থাকেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। তবে ১৫৭ রানেই শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। কায়েল মায়েরেস মাত্র ২৪ বলে ৩১ রানের ইনিংস খেলেন। যদিও ব্রেন্ডন কিংয়ের উইকেট শুরুতেই হারাতে হয় তাঁদের। অসাধারণ হাফ সেঞ্চুরি করেন উইকেট কিপার নিকোলাস পুরান। ৪৩ বলে ৬১ রান করে আউট হন তিনি। তবে মাত্র আট রানের মাথাতেই আউট হয়ে যেতে পারতেন তিনি। ৬.১ ওভারে চাহালের বলে লং অনে ক্যাচ ধরেন বিষ্ণোই। তবে দুই পা পেছনে চলে যান ভারতের লেগ স্পিনার। আর এতেই বাউন্ডারি লাইনে পা লেগে যায় তাঁর। তবে বল করতে এসে এক ওভারেই রস্টন চেজ ও রোভমান পাওয়েলের উইকেট তুলে নেন অভিষেক করা রবি বিষ্ণোই। চেজ আউট হন ১০ বলে চার রান করে। পাওয়েল তিন বলে দুই রান করে ফেরেন। ১২ বলে ১০ রান করে আউট হন আকিল হোসেন। ভাল ব্যাট করেন অধিনায়ক কায়রন পোলার্ড। ১৯ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন তিনি।

চার ওভার বল করে ৩৪ রান দিয়ে এক উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। চার ওভারে ৩১ রান দিয়ে এক উইকেট নেন ভুবনেশ্বর কুমার। চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে দুই উইকেট পান বিষ্ণোই। দুই উইকেট পান হার্শাল প্যাটেল। চার ওভারে ৩৭ রান দেন তিনি। তিন ওভার বল করেন দীপক চাহার। ২৮ রান দিয়ে এক উইকেট নেন তিনি। এক ওভার হাত ঘোরালেও উইকেট পাননি ভেঙ্কটেশ আইয়ার। তবে মাত্র চার রান দেন তিনি। 

Advertisement

আরও পড়ুন: নিলামে 'দামী' শ্রেয়সকেই ক্যাপ্টেন করল KKR

আরও পড়ুন: সুখবর! দর্শক ঢুকতে পারবেন ইডেনের ম্যাচে

শুরুটা কিছুটা দেখে শুনে করে ভারত। কারণ, লক্ষ্যটা রোহিতদের জানা ছিল। দ্বিতীয় ওভারে শেষ বলে লেগ সাইডের দিকে বল পেয়ে দারুণ ছয় মারেন রোহিত। সেই শুরু। সুযোগ পেয়ে হাত খলেন ইশান কিষানও। প্রয়োজন মত এক দুই রান করে নিতে থাকেন দুই ব্যাটার। ওডেন স্মিথের প্রথম ওভারে ২২ রান নেন রোহিত শর্মা। দুটো ছয় দুটো চার আসে তাঁর ওভার থেকে। পরের ওভারে পোলার্ড আকিল হোসেনকে নিইয়ে এলেও অবস্থা বদলায়নি। ১৩ রান দেন আকিল। পাওয়ার প্লের শেষ ওভারে আসে মাত্র এক রান। তবে উইকেট পড়েনি। তবে হাফ সেঞ্চুরি করতে পারেননি ভারত অধিনায়ক। মাত্র ১৯ বলে ৪০ রান করে আউট হন রোহিত শর্মা। রোহিত আউট হওয়ার পর রানের গতি কিছুটা কমে। তবে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ও ইশান কিশান পার্টনাশিপ গড়ে তোলেন। ১০ ওভার শেষে ভারতের রান ৮০-তে পৌঁছায়। পরপর দুই উইকেট হারায় ভারত। ইশান কিশানের পরে ব্যর্থ হয়ে ফেরেন বিরাটও। ৪২ বলে ৩৫ রান করে আউট হন ভারতের ওপেনার। ১৩ বলে ১৭ রান করে আউট হন ভারতের প্রাক্তন অধিনায়ক। দ্রুত আউট হন পান্তও। মাত্র আট বলে আট রান করে ফেরেন পান্ত। মাত্র ১১৪ রানে চার উইকেট হারায় ভারত। তবে দায়িত্ব নিয়ে ভারতকে জয়ের কাছাকাছি নিয়ে যান সূর্যকুমার যাদব ও বেঙ্কটেশ আইয়ার। সূর্যকুমার ১৮ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। ১৩ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন বেঙ্কটেশ।             

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement